আজকাল ওয়েবডেস্ক: রাস্তাঘাট, স্কুল কলেজ এবং অন্যান্য কর্মস্থলে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার বিশেষ পদক্ষেপ মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর পুলিশের। 

মঙ্গলবার সকাল থেকে জঙ্গিপুর পুলিশ জেলার মহিলা 'উইনার্স' বাহিনী রঘুনাথগঞ্জ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, পার্ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলিতে টহলদারি শুরু করে।  শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে আজ মহিলাদের সঙ্গে কথা বলেন  'উইনার্স' বাহিনীর সদস্যরা। শহরের বাসিন্দারে সমস্ত রকম নিরাপত্তার আশ্বাস দেওয়া হয় পুলিশের তরফ থেকে। 


জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, 'আপাতত ঠিক হয়েছে রঘুনাথগঞ্জ এবং ধুলিয়ান শহর ও তার আশেপাশের এলাকায়  'উইনার্স' বাহিনীর সদস্যরা টহলদারীর কাজ করবেন। মহিলাদের মধ্যে ভরসা জোগানোর জন্য আপাতত 'উইনার্স' বাহিনীর দুটি দল কাজ করবে।' 

 
পুলিশ সুপার বলেন, 'শহরের যে অঞ্চলগুলিতে মহিলাদের যাতায়াত বেশি। যেমন স্কুল-কলেজ, হাসপাতাল এবং অন্যান্য কাজের জায়গাগুলোতে 'উইনার্স' বাহিনীর সদস্যরা সকাল থেকে রাত পর্যন্ত টহলদারি চালাবেন। কেউ কোনও রকম অসুবিধার সম্মুখীন হলে তারা  'উইনার্স' বাহিনীর সাহায্য নিতে পারেন বা পুলিশকে জানাতে পারেন।' 
মঙ্গলবার সকালে 'উইনার্স' বাহিনীর সদস্যরা প্রথমে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে যান। সেখানে বিভিন্ন ওয়ার্ডে ঘুরে তারা নার্সিং স্টাফদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্ত রকম সুরক্ষার আশ্বাস দেন। এরপর বাহিনীর সদস্যরা জঙ্গিপুর গার্লস কলেজে গিয়ে সেখানকার ছাত্রীদের সঙ্গে কথা বলেন। 
জঙ্গিপুর পুলিশ জেলার এক আধিকারিক জানান, প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে রঘুনাথগঞ্জ শহরে যেখানে মহিলাদের জমায়েত বেশি হয় বা মহিলাদের ইভটিসিংয়ের ঘটনার রিপোর্ট আগে এসেছে সেই সমস্ত এলাকায় ২৩ সদস্যের  'উইনার্স' বাহিনী বেশি করে টহল দেবে।