আজকাল ওয়েবডেস্ক: দীপাবলির আগে পূর্ব বর্ধমানে অনুষ্ঠিত হল জেলার প্রথম মহিলা মিনি ম্যারাথন ‘রান ফর লাইট’। চোদ্দ বছরের বেশি মহিলাদের জন্য আয়োজিত এই বিশেষ দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন প্রায় একশো জন মহিলা অ্যাথলিট।

বর্ধমানের উল্লাস মোড় থেকে শুরু হয়ে বর্ধমান মিউনিসিপাল বয়েজ স্কুল পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার পথজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। জেলার স্পোর্টস অফিস, পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাব ও মায়ের ভান্ডার স্বেচ্ছাসেবী সংস্থা সহযোগিতা করে এই আয়োজনে।

সবুজ পতাকা নেড়ে দৌড়ের সূচনা করেন ট্রাফিক গার্ডের পুলিশ সদস্যরা। সঙ্গে ছিলেন চিকিৎসক, অ্যাম্বুলেন্স এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা। রাস্তার মোড়ে মোড়ে স্কাউট, ব্যবসায়ী ও ক্রীড়াপ্রেমীদের উৎসাহে মুখর ছিল গোটা শহর। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন শম্পা গায়েন।

আরও পড়ুন: লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রেমিকার জীবন বাঁচালেন প্রেমিক, জ্ঞান ফিরতেই সেই প্রেমিকেরই বিরুদ্ধে যা করলেন তরুণী!

তিনি পুরস্কার হিসেবে ২০,০০০ টাকা ও মেডেল পান। পুরস্কার তুলে দেন পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রানী। দ্বিতীয় স্থান অর্জন করেন জয়শ্রী দাস (পুরস্কার ১০,০০০ টাকা ও মেডেল), যাঁর হাতে পুরস্কার তুলে দেন বর্ধমানের পুলিশ সুপার সায়ক দাস।

তৃতীয় স্থানাধিকারী পুষ্পা রানী মাহাতো ৫,০০০ টাকার পুরস্কার ও মেডেল পান, যা প্রদান করেন জেলা পরিষদের সহ-সভাধিপতি গার্গী নাহা। এছাড়াও সাতজনকে ২,০০০ টাকা ও পাঁচজনকে ১,০০০ টাকার সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।

প্রথম তিনজনকে সুদৃশ্য ট্রফি, ২৫ জনকে পদক এবং সকল অ্যাথলিটকে অংশ নেওয়ার স্বীকৃতি হিসেবে শংসাপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা শাসক আয়েশা রানী বলেন, ‘এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। প্রতিবছর এমন আয়োজন হলে মহিলারা মানসিকভাবে আরও শক্তিশালী ও আত্মনির্ভর হবে।’

মঞ্চে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি দেবু টুডু, বর্ধমান রাইস মিল অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মালেক, বেসরকারি হাসপাতালের ঐশী ঘোষ দস্তিদার, বর্ধমান মিউনিসিপাল হাই স্কুলের প্রধান শিক্ষক অরুণাভ চক্রবর্তী-সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সৌমি দত্ত রায়। জি টি রোডের দু’পাশে উৎসাহী জনতার করতালিতে মুখর ছিল বর্ধমান শহর। মহিলাদের এই মিনি ম্যারাথন ঘিরে গোটা শহরে ছড়িয়ে পড়ে দীপাবলির আগাম আনন্দ ও উচ্ছ্বাস। আয়োজকদের তরফে জানানো হয়েছে, জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠক ও স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।