আজকাল ওয়েবডেস্ক: বিদ্যুৎস্পৃষ্ট নাবালকের পরিবারের হাতে তিন লক্ষ টাকা তুলে দিল রাজ্য সরকার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার পাথরপ্রতিমায়। শনিবার রাজ্য সরকারের তরফে স্থানীয় বিডিও নাবালকের বাড়ি গিয়ে পরিবারের হাতে তিন লক্ষ টাকার একটি চেক তুলে দিয়েছেন।
ঘূর্ণিঝড় ডানা'র (cyclone Dana) প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সঙ্গে ঝোড়ো হাওয়া বয়। বিভিন্ন জায়গায় ভেঙে পড়ে গাছ। পার্থপ্রতিমার শ্রীধর নগর এলাকার বাসিন্দা শুভজিতের বাড়ির একেবারে কাছ দিয়ে গিয়েছে ইলেকট্রিক লাইন। শুক্রবার ঝড়ে বাড়ির পাশের গাছের ডাল তার বাড়ির ছাদে পড়লে সে ছাদে উঠে ডাল পরিস্কার করতে যায়। পাশ দিয়েই গিয়েছে ইলেকট্রিক লাইন। কাজ করতে গিয়ে আচমকাই শুভজিতের হাত বিদ্যুৎবাহী তারকে ছুঁয়ে ফেলে। সেইসময় লাইনে বিদ্যুৎ থাকায় সঙ্গে সঙ্গে তরিদাহত (electrocuted) হয় শুভজিত। পরিজনরা উদ্ধার করে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এ দিন মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপী হালদার, পার্থপ্রতিমার তৃণমূল বিধায়ক সমীরকুমার জানা ও স্থানীয় বিডিও-সহ প্রশাসনের কর্তারা শুভজিতের বাড়ি যান। ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘটনার বিবরণ দিতে গিয়ে এ দিন শুভজিতের পরিবার কান্নায় ভেঙে পড়ে। স্বান্ত্বনা দিয়ে তাদের সাংসদ ও বিধায়ক জানান, রাজ্য সরকার পাশে আছে। এরপর রাজ্য সরকারের তরফে বিডিও পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন এবং সবরকম সহায়তা করার আশ্বাস দেন।
