আজকাল ওয়েবডেস্ক: ‘ধর্ষণের সাজা ফাঁসি’ এবং দ্রুত বিচার নিশ্চিত করতে মঙ্গলবার বিধানসভায় পেশ হল ‘দি অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড(ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল লজ অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৪। মঙ্গলবার বিধানসভায় এই বিল পেশ করলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। 

 

রাজ্যের মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, রাজ্যসরকার বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল পেশ করবে। সোমবার বিধানসভায় বিএ কমিটির বৈঠকে আলোচনা হয় এই বিল নিয়ে। রাজ্যের নতুন বিলে ধর্ষণ, অ্যাসিড হামলা, নির্যাতিতার পরিচয় প্রকাশ-সহ একাধিক বিষয়ে শাস্তির বিধান দেওয়া হয়েছে।  

 

সোমবারই এই প্রস্তাবিত বিল প্রথামাফিক বিধায়কদের মধ্যে বিলি করা হয়েছিল। রাজ্যের বিরোধী দলনেতা সংশোধনী-সহ প্রস্তাব জমা দেন মঙ্গলবার। শুভেন্দুর প্রস্তাবে আলোচনা হবে, সেকথা জানিয়েছিলেন বিধানসভার স্পিকার। বিল পেশের পর বিধানসভায় মঙ্গলবার বক্তব্য রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।