আজকাল ওয়েবডেস্ক: বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী সে অবস্থান করছে, ওড়িশার পারাদ্বীপের ৭৩০ কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং বাংলার সাগরদ্বীপের ৭৭০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে রয়েছে এটি। সেটা এখন ঝড়ে পরিণত হওয়া শুধু সময়ের অপেক্ষা। প্রথমে জানা গিয়েছিল বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের আগেই আছড়ে পড়তে পারে ডানা। বর্তমানে আবহাওয়া অফিস বলছে, একদিন আগেই বৃহস্পতিবার সে ল্যান্ড করবে সাগরপাড়ে।
নিম্নচাপটি ক্রমশ পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। বাংলা এবং ওড়িশা উপকূলের কাছাকাছি বুধবার সন্ধে থেকে শুক্রবার সকাল পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে। বুধবার থেকে ওড়িশা এবং বাংলার পূর্ববর্তী জেলাগুলিতে ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। বুধবার দুই পরগনা এবং দুই মেদিনীপুরে ভারি বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতি এবং শুক্রবার মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, দুই পরগনায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দুই দিনাজপুর এবং মালদহতেও।
ওড়িশাতেও গঞ্জাম, পুরী, জগৎসিংহপুর, কেওনঝড়, বালেশ্বর, ময়ূরভঞ্জ এলাকায় দুর্যোগের আশঙ্কা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রশাসনের তরফ থেকে হেল্পলাইন নম্বর খোলা হয়েছে, জেলায় জেলায় চলছে মাইকিং।
