আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে ক্রমশ জাঁকিয়ে বসছে শীত। ডিসেম্বরের শুরুতে নিম্নচাপের দরুণ শীতের আগমন হয়েছে দেরিতে। কিন্তু প্রথম সপ্তাহের পরেই ঝোড়ো ব্যাটিং শুরু করেছে শীত। সপ্তাহান্তে উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা আরও দু-তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 

হাওয়া অফিস জানিয়েছে, ১৩ ডিসেম্বর শুক্রবার থেকে ১৫ ডিসেম্বর রবিবার পর্যন্ত শৈত্যপ্রবাহ হবে রাজ্যের পশ্চিমের কয়েকটি জেলায়। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই পাঁচ জেলায় শৈত্যপ্রবাহ চলবে। উত্তুরে হাওয়া অবাধে ঢুকছে রাজ্যে। এর ফলে রাতের তাপমাত্রা থাকবে কমই।  দক্ষিণের জেলাগুলির তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নীচে নেমে যেতে পারে। 

আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে। ১৮ ডিসেম্বর পর্যন্ত আবহাওয়া শুষ্কই থাকবে। সকালের দিকে সামান্য কুয়াশা থাকলেও দিনভর পরিষ্কার থাকবে আকাশ। উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের ঘন কুয়াশা থাকবে। এর ফলে দৃশ্যমানতা কম থাকবে। 

বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের তুলনায় বেশ খানিকটা কম। গত দু'দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস কমেছে।