মিল্টন সেন, হুগলি, ২২ অক্টোবর: ভর সন্ধেয় ভোটার তালিকা ঘিরে ছড়াল চাঞ্চল্য। গুচ্ছ গুচ্ছ ভোটার তালিকা পরে আছে গঙ্গার পাড়ে। হাওয়ায় ছড়াচ্ছে। এসআইআর আবহে চুঁচুড়া রূপনগর মাঠে ভোটার তালিকা লুটোপুটি খেতে দেখে রীতিমতো অবাক স্থানীয়রা। প্রশ্ন উঠেছে কিভাবে ভোটার তালিকা ওই নির্জন জায়গায় এলো, কে ফেলে গেলো ইত্যাদি। পাশেই সার্কিট হাউস। কিছুটা দূরে জেলাশাসকের কার্যালয়। পাশেই রয়েছে একাধিক ক্লাব।
চুঁচুড়া রূপনগর মাঠ এবং সংলগ্ন গঙ্গার পাড় নির্জন জায়গা। অনেকে সকালে বিকেলে সেখানে হাঁটতে যান। সেখানেই গুচ্ছ গুচ্ছ ভোটার তালিকা পরে থাকতে দেখা যায়। হুগলি জেলাশাসক দপ্তর থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এই জায়গায় কে বা কারা ভোটার তালিকা ফেলে দিল তা অবশ্য জানা যায়নি।
রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন। এর মধ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জন বা এসআইআর করতে চলেছে নির্বাচন কমিশন। যা নিয়ে রাজনৈতিক তরজা চলছে। শাসক তৃণমূলের দাবি বৈধ্য ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত কোনওভাবেই মানা হবে না। বিজেপির দাবি, এসআইআর এ ভুয়ো মৃত অবৈধ ভোটারদের নাম বাদ পড়বে। তাতেই আশঙ্কিত হয়ে পড়েছে শাসক তৃণমূল।
এসআইআর এর ম্যাপিং শুরু হয়েছে। ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে শেষ প্রকাশিত ভোটার তালিকা মিলিয়ে দেখার কাজ শুরু করেছে রাজনৈতিক দলগুলো। কাজ শুরু করেছে বিএলওরা। রূপনগর মাঠে ঘুরতে আসা মানুষদের দাবি আগে ভোটার তালিকা কোন সালের দেখা প্রয়োজন। এসআইআর আবহে কেন ভোটার তালিকা ফেলে দেওয়া হল সেটা খতিয়ে দেখুক প্রশাসন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে গত পাঁচদিন ধরে সরকারি কার্যালয় ছুটি রয়েছে। ফলত দপ্তর বন্ধ রয়েছে। ছুটি চলবে আরও কয়েক দিন। এমত অবস্থায় সরকারি দপ্তর থেকে ভোটার তালিকা বেরোনোর কোনও সম্ভাবনা নেই। পুরোনো হোক বা নতুন, ভোটার তালিকা কোথা থেকে এলো তা বুঝতে পারছেন না কেউই। ওই এলাকায় সিসি টিভি ক্যামেরা রয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
ছবি: পার্থ রাহা
