মিল্টন সেন, হুগলি: বাজারে একটা লাউয়ের দাম ১০০ টাকা। বছরের অন্য সময় ব্রাত্য হলেও বর্তমান বাজারে অগ্নিমূল্য ছটপুজোয় মহার্ঘ্য চাপা কলা। সাধারণত বাজারে সবসময় চাপা কলার চাহিদা থাকে না। তাই ব্যান্ডেল বাজার, পোলবার গোটু বাজার, চন্দননগর বৌ বাজার থেকে চাপা কলা বিহার, আসানসোল, দূর্গাপুর যায়। এবছর ব্যান্ডেল বাজারে চাপাকলার কাঁধি বিক্রি হচ্ছে ৫০০ টাকা থেকে শুরু করে এক হাজার টাকায়। ছট পুজোয় লাউ ভাত খাওয়ার নিয়ম আছে। তাই বাজারে বেড়েছে লাউ -এর চাহিদা। ফলে সাধারণ সময়ে বাজারে ২০ থেকে ৩০ টাকা দামে বিক্রি হওয়া সেই এক একটি লাউ বর্তমান বাজারে বিক্রি হচ্ছে ৭০ টাকা থেকে ১০০ টাকা মূল্যে।

 

 

পোলবা, সিঙ্গুর, বলাগড়ে প্রচুর কলা চাষ হয়। মূলত জেলার সর্বত্রই বাজারে কাঁঠালি কলার দাম থাকে সারা বছর। কিন্তু ছট পুজোর সময় বাজারে চাপা কলার চাহিদা হঠাৎ বেড়ে যায়। কারণ চাপাকলার কাঁধি লাগে ছট পুজোয়। ফলে অনেকেই পুজোর জন্য তা কিনে থাকেন। ফলে দাম বেশি হওয়ায় কিছুটা অসুবিধা হলেও পুজোর জন্য বেশি দামেই কিনতেই হচ্ছে, জানিয়েছেন ক্রেতারা। বিক্রেতারা জানিয়েছেন, ছট পুজোর কলা লাগবেই। তাই চাষীদের তরফে দাম বাড়ানো হয়েছে। ফলে কিছুটা বেশি দামেই কেনা পড়ছে। তাছাড়া গাড়ি ভর্তি করে কলা ভিন রাজ্যে চলে যাচ্ছে। ফলে চাহিদা বাড়লেও পর্যাপ্ত যোগান নেই, তাই বিক্রেতাদের বেশি দামে কিনতে হচ্ছে। তাই বাজারে কলার দাম বেশি।