আজকাল ওয়েবডেস্ক:‌ উত্তরপাড়া চিলড্রেন্স হোম এর আবাসিকদের নিয়ে বনভোজনে মেতে উঠল জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ।

উত্তরপাড়ায় রয়েছে উত্তরপাড়া চিলড্রেন্স হোম। জেলার বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হওয়া শিশুদের মূলত রাখা হয় এই হোমে। সেখানেই তাঁদের বড় হয়ে ওঠা। পড়াশোনা থেকে শুরু করে খেলাধুলা সমস্ত কিছুই শেখানো হয় হোম কর্তৃপক্ষের তরফ থেকে‌। এই হোমের শিশুরাও যে সমাজ থেকে আলাদা নয় সেই কথা মাথায় রেখেই জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফ থেকে হোমের শিশুদের জন্য বনভোজনের আয়োজন করা হয়েছিল।

শুক্রবার হোমের ৪৯ জন আবাসিককে নিয়ে চন্দননগরের একটি পার্কে বনভোজনের আয়োজন করা হয়েছিল। হোম থেকে বাসে করে সেই সমস্ত আবাসিকদের নিয়ে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ পৌছান পার্কে। এরপর সারাদিন ধরে পার্কের মধ্যেই চলে হইহুল্লোড়। তবে শুধু বনভোজন নয়, বনভোজনের পাশাপাশি সারাদিন ধরে নাচ, গান, আবৃত্তি, আঁকা এই ধরনের বিভিন্ন প্রতিযোগিতা হয়। দিনের শেষে আবারও হোমে ফিরে যাওয়ার আগে প্রতিটি আবাসিকদের হাতে নতুন বছরের একটি করে উপহারও তুলে দেওয়া হয় জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফ থেকে। এই আবাসিকদের নিরাপত্তার কথা মাথায় রেখে মোতায়েন করা হয়েছিল পুলিশও।