আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার বোনের বাড়ি যাবেন বলে বেড়িয়েছিলেন। নাবালক ছেলে মাকে ট্রেকারে তুলেও দিয়ে এসেছিল। তারপর থেকে আর খোঁজ মিলছিল না মহিলার। শুক্রবার সকালে চকগটুর পুরনো বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হল ওই মহিলার। মৃতের নাম রিনা সাঁতরা (৪২)। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পোলবা থানার পুলিশ মৃতদহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুঁচুড়ায় পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের চকগটু গ্রামের বাসিন্দা রিনা তাঁর বছর ১৫ নাবালক ছেলেকে নিয়ে থাকতেন। কয়েক বছর আগে স্বামীর মৃত্যু হয়েছে পুকুরে জলে ডুবে। এক মেয়ে ছিল তাঁর বিয়ে দিয়েছিলেন। সেই মেয়ে আত্মঘাতী হয়েছিলেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ রিনা হারিট গ্রামে বোনের বাড়ি যাবেন বলে বাড়ি থেকে ছেলেকে নিয়ে বের হন। সুগন্ধা বাগপাড়া মোর থেকে মাকে ট্রেকারে তুলে দিয়ে বাড়ি ফিরে আসে ছেলে। ঘন্টাখানেক পর ছেলে মাসতুতো দাদাকে ফোন করে জানতে পারে মা সেখানে পৌঁছয়নি। এরপর রিনার শুরু হয় খোঁজ। বিকেল গড়িয়ে সন্ধে রাত হয়ে গেলেও কোনও সন্ধান মেলেনি। সুগন্ধায় অবস্থিত পুলিশ ফাঁড়িতেও জানানো হয়।
স্থানীয়র আরও জানিয়েছেন, রীনার অল্প কিছু জমি আছে। চকগোটু গ্রামে পুরনো বাড়ি থেকে কিছুটা দূরে একটি বাড়ি করে সেখানেই বর্তমানে থাকতেন। পুরনো বাড়িটি তালাবন্ধ অবস্থায় পড়েই ছিল। শুক্রবার সকালে সেই পুরনো বাড়িতে গিয়ে দেখা যায় গলায় সাদা কাপড়ের ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন রিনা।
এক সময় অনেক কষ্ট করেছেন এখন আর সেই অভাব ছিল না। তবুও কেন এমন ঘটনা বুঝে উঠতে পারছেন না মৃতার আত্মীয়েরা। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
