আজকাল ওয়েবডেস্ক: নাগরদোলায় উঠে রিল ও সেলফি তোলার জেরে ভয়াবহ দুর্ঘটনা৷ ঘটনায় আহত হয়েছেন দু'জন৷ এক মহিলা ও এক কিশোরী আহত হয়েছেন এই ঘটনায়৷ দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের মিলন মেলায়৷ 

বুধবার রাতে এই দুর্ঘটনাটি ঘটে৷ আহতদের তড়িঘড়ি করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়৷ দু'জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে৷ কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ৷ 

বারুইপুরের নিউ ইণ্ডিয়ান মাঠে একমাস ব্যাপী চলছে মিলন মেলা৷ প্রতিদিনই এই মেলায় ভিড় জমান অগণিত মানুষ৷ রীতিমতো এন্ট্রি ফি দিয়ে এই মেলা দেখতে আসেন সাধারণ মানুষ৷ বারুইপুরেরই বাসিন্দা লক্ষ্মী রায় ও প্রতিবেশী কিশোরী আজমিরা, পরিবারের সদস্যদের সঙ্গে এসেছিলেন মিলনমেলায়৷ পরিবারের সদস্যরা না উঠলেও তাঁরা উঠেছিলেন নাগরদোলায়৷ মেলা কর্তৃপক্ষের দাবি, নাগরদোলা চলাকালীন তাঁরা মোবাইলে রিল ভিডিও বানানোর চেষ্টা করছিলেন৷ তার জেরেই সামনে থাকা রড কোনওভাবে খুলে যায়। এবং উপর থেকে নীচে নামার সময় এই দুর্ঘটনা ঘটে৷ 

ঘটনার জেরে মেলায় নিরাপত্তার অভাব রয়েছে বলে কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠছে৷ যদিও তা অস্বীকার করেছেন তাঁরা ৷ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় বারুইপুর থানার পুলিশ৷ ঘটনার তদন্ত শুরু করেছে তারা।