আজকাল ওয়েবডেস্ক: প্রবল ঠান্ডা ও ঘন কুয়াশার মধ্যেই ভয়াবহ পথ দুর্ঘটনা। মঙ্গলবার ভোরে ১৬ নম্বর জাতীয় সড়কে ঘটেছে ভয়াবহ এই দুর্ঘটনা।

জানা গিয়েছে, রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে মুরগি বোঝাই একটি গাড়ি। এই মর্মান্তিক ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের, গুরুতর আহত হয়েছেন আরও একজন।

আহত ব্যক্তিকে বাগনান গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল প্রায় ৬.১৫ নাগাদ বাগনান থানার অন্তর্গত বরুণদা এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের কলকাতামুখী লেনে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি লরির চালক ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় শৌচকার্যের জন্য রাস্তার ধারে লরিটি দাঁড় করিয়েছিলেন। সেই সময় দেউলটির দিক থেকে আসা মুরগি বোঝাই ওই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিটির পিছনে সজোরে ধাক্কা মারে।

ধাক্কার জেরে মুরগি বোঝাই গাড়িটির সামনের অংশ কার্যত দুমড়ে মুচড়ে যায়। গাড়ির ভিতরে আটকে পড়েন চালক ও তাঁর এক সঙ্গী।

অন্যদিকে, ধাক্কার জেরে লরিতে বসে থাকা খালাসি গাড়ি থেকে ছিটকে পড়েন রাস্তার উপর। খবর পেয়ে বাগনান থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।

সেখানে চিকিৎসক দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মুরগি বোঝাই গাড়িটি নবাসন এলাকার একটি পোল্ট্রি ফার্ম থেকে মুরগি নিয়ে প্রথমে দেউলটি গিয়েছিল।

সেখানে দোকানে মুরগি নামিয়ে দেওয়ার পর গাড়িটি জয়পুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পথেই এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ঘন কুয়াশার কারণেই দৃশ্যমানতা কমে গিয়ে এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে বাগনান থানার পুলিশ।

নিহতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।