আজকাল ওয়েবডেস্ক: আগামী বছরের রাজ্য বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক জেলায় বিপুল রদবদলের ইঙ্গিত দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। মঙ্গলবার কলকাতার ক্যামাক স্ট্রিটে তিনি জঙ্গিপুর সাংগঠনিক জেলার দলের সভাপতি তথা জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, চেয়ারম্যান জাকির হোসেন-সহ সাংঠনিক জেলার সমস্ত বিধায়ক, শাখা সংগঠনের সভাপতিদের নিয়ে দীর্ঘ প্রায় তিন ঘন্টা বৈঠক করেন। প্রসঙ্গত, এর আগেই অভিষেক ব্যানার্জি বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে তাঁর সাংগঠনিক বৈঠক সেরেছেন। 

এদিনের বৈঠকে উপস্থিত একাধিক বিধায়ক জানিয়েছেন, আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে দলের সাংগঠনিক শক্তি কীভাবে বাড়ানো যাবে তা নিয়ে অভিষেক ব্যানার্জি দলের সমস্ত নেতাদের কাছ থেকে তাঁদের মতামত জানতে চান। এদিনের বৈঠক থেকে অভিষেক ব্যানার্জি দলের সমস্ত স্তরের নেতাকে আগামী বছরের বিধানসভা নির্বাচনের জন্য এখন থেকেই প্রচার এবং প্রস্তুতির জন্য নেমে পড়ার নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। 

এর পাশাপাশি সাংগঠনিক জেলা সভাপতিদের প্রত্যেক মাসে কমপক্ষে দু'বার সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রধান, উপপ্রধান এবং শাখা সংগঠনের বিভিন্ন নেতৃত্বের সঙ্গে বৈঠক করার নির্দেশ দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এছাড়াও এই  বৈঠকে দলের সমস্ত বিধায়ককে রাজ্য সরকারের 'আমাদের পাড়া, আমাদের সমাধান' কর্মসূচিতে নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে। তবে বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল দলের ব্লক স্তরে সাংগঠনিক রদবদল। সূত্রের খবর, এদিনের বৈঠকে উপস্থিত সমস্ত নেতৃত্বের কাছে অভিষেক ব্যানার্জি সাংগঠনিক জেলায় ও ব্লক স্তরে গুরুত্বপূর্ণ কিছু  রদ বদলের ইঙ্গিত দিয়েছেন।

আরও পড়ুনঃ শহরে ফের ভাষা নিয়ে হেনস্থা, শিশু সহ পরিবারকে ঘিরে ধরল, মুম্বইয়ে চরম উত্তেজনা...

 সাংগঠনিক জেলায় গত লোকসভা এবং বিধানসভার নির্বাচনের ফলাফল বিশ্লেষণের পর যে সমস্ত এলাকায় তৃণমূল কংগ্রেস কিছুটা খারাপ ফল করেছে সেই জায়গায় কীভাবে 'ক্ষত ' মেরামত করা হবে তা নিয়েও দলীয় নেতৃত্বের সঙ্গে মতবিনিময় করেছেন অভিষেক ব্যানার্জি।

আরও পড়ুনঃ রাস্তা পরিষ্কারে এবার ঝাঁটা হাতে বিদেশিরা, হাঁ করে দেখলেন শহরবাসী, লজ্জায় মুখ লুকোচ্ছে পৌরসভা...
 
সূত্রের খবর, কিছু ব্লক সভাপতির 'পারফর্মেন্সে' একদমই খুশি নন অভিষেক ব্যানার্জি। সেই সমস্ত জায়গায় নতুন মুখ আসতে চলেছে বলে তৃণমূল কংগ্রেস সূত্রের খবর। নতুন এবং পুরনো নেতৃত্বের মেলবন্ধন করার জন্য কয়েকটি ব্লক সাংগঠনিকভাবে ভাঙা  হতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

আরও পড়ুনঃ পরকীয়া করছিলেন কন্যা! শ্বশুরবাড়ির হাতে ধরা পড়তেই মেয়ের সঙ্গে এ কী করলেন বাবা! জানলে কেঁপে উঠবে বুক