আজকাল ওয়েবডেস্ক: নির্মাণ করা হবে কমিউনিটি সেন্টার। তার জন্য স্কুল কর্তৃপক্ষ কোনও নিয়ম-নীতির তোয়াক্কা করল না। বনদপ্তরের অনুভূতি ছাড়াই একের পর এক গাছ কেটে ফেলা হল। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের হেলেঞ্চা হাই স্কুলে। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্লক প্রশাসন অবশ্য কড়া পদক্ষেপ নিতে চলেছে। বিডিও ঘটনার তদন্ত শুরু করেছেন।

 

রাজ্য শিক্ষা দপ্তরের অনুদানে সম্প্রতি বাগদার হেলেঞ্চা হাই স্কুলে একটি কমিউনিটি সেন্টার নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। যে জমিতে কমিউনিটি সেন্টার নির্মাণ করা হবে, সেখানে গাছ রয়েছে। শনিবার স্কুল কর্তৃপক্ষ বনদপ্তরের অনুমতি ছাড়াই সেই গাছগুলি কেটে ফেলে। আর তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের একাংশ প্রশ্ন তুলেছে। 

 

স্কুলের বর্তমান পরিচালন সমিতির সভাপতি বিধান রায় বলেন, 'স্কুলের কমিউনিটি হল নির্মাণ করা হবে। তাই, পরিচলন সমিতিতে রেজুলেশন করে আমরা গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছি। ছোট ছোট মাত্র দুটো গাছ কেটেছি। তা নিয়ে এত জল ঘোলা করা হচ্ছে কেন জানি না। বনদপ্তরে যিনি অভিযোগ করেছেন, তিনি উন্নয়নমুখী কাজ সহ্য করতে পারেন না। তাই এই ধরণের কাজ করছেন। 

 

 বাগদার বিডিও প্রসূন প্রামাণিক বলেন, 'সরকারি প্রকল্পে ওই স্কুলে কমিউনিটি সেন্টার নির্মাণ করা হবে। তাই বলে বনদপ্তরের অনুমতি ছাড়া গাছ কাটা হবে, সেটাও মেনে নেওয়া যায় না। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।'