আজকাল ওয়েবডেস্ক: স্কুল পড়ুয়াকে নিয়ে যাওয়ার সময় সাইকেল রিকশায় বেপরোয়া টোটোর ধাক্কা। পড়ুয়া ছাড়াও আহত হয়েছেন এক মহিলা পথচারীও। দুর্ঘটনাটি ঘটে চুঁচুড়া শরৎ সরণীতে।
বালির মোড়ের একটি স্কুল থেকে পড়ুয়াকে নিয়ে খাদিনা মোড়ের দিকে যাচ্ছিল সাইকেল রিকশাটি। সেই সময়ই উল্টোপথে আসা একটি টোটো রিকশাটিকে ধাক্কা মারে। এর আগে টোটোর সঙ্গে একটি গাড়ির ধাক্কা লেগেছিল। তবে, তাতে টোটোটি কোনও মতে রক্ষা পায়।
টোটো চালক অরূপ পাত্রের দাবি, ব্রেক ভেঙে যাওয়ার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে।
আহত স্কুল পড়ুয়ার মামা গোপাল বালার দাবি, "টোটোটা ধাক্কা মারল, আরেকটু হলে পড়েই যাচ্ছিলাম। খুব ভয় লাগছে।"
স্থানীয় কাউন্সিলর নির্মল চক্রবর্তী ঘটনাস্থলেই ছিলেন। আহত মহিলাকে তুলে নিয়ে গিয়ে জল দিয়ে শুশ্রুষা করা হয়। কাউন্সিলর বলেন, "কয়েকদিন আগে আমাকেও ধাক্কা মেরেছিল একটি টোটো। আমার পায়ে আঘাত লাগে। বাইক থেকে পরে আমার স্ত্রীর চোখে আঘাত লাগে। টোটোগুলো বেপরোয়াভাবে চলে। ব্যবস্থা নেওয়া উচিত।"
টোটোর ধাক্কায় আহত মহিলাকে হাসপাতালে নিয়ে যান তাঁর পরিবারের সদস্যরা।
