আজকাল ওয়েবডেস্ক:  আর কতদিন সময় চায়? জবাব দাও সিবিআই। মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির বেঁধে দেওয়া এই স্লোগান তুলে কলেজ গেটে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা অবস্থান বিক্ষোভ করেন। তৃণমূল নেত্রীর  নির্দেশে আরজি করের ঘটনায় দোষীদের গ্রেপ্তার এবং ফাঁসির দাবিতে রাজ্য জুড়ে কলেজ, বিশ্ববিদ্যালয়ের গেটে আয়োজিত হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের নেতা-কর্মীদের অবস্থান বিক্ষোভ। 

রাজ্যের অন্যান্য কলেজগুলির মতো জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ের গেটেও তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে চলে অবস্থান বিক্ষোভ।উল্লেখ্য ২৮ শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের জন্য লাগাতার কর্মসূচি ঘোষণা করেন। শুক্রবার থেকে শুরু হল তৃণমূল ছাত্র পরিষদের অবস্থান বিক্ষোভ। এরপর ব্লকে ব্লকে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি আয়োজিত হবে।

এদিন সুকান্ত মহাবিদ্যালয় চত্বরে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে মিছিল বের করা হয়। এরপর ১ নং গেটের সামনে অবস্থান বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ থেকেই ২৮ আগষ্ট মমতার বেঁধে দেওয়া আর কতদিন সময় চাই জবাব দাও সিবিআই এই স্লোগান তুলে অবস্থান বিক্ষোভ করছে তৃণমূল ছাত্র পরিষদ।

দলনেত্রীর নির্দেশ মতো কলেজে কলেজে আন্দোলনে তৃণমূল  ছাত্র পরিষদ। আরজিকর কান্ডে দোষীদের দ্রত শাস্তির দাবীতে এই আন্দোলন বলে জানানো হয়েছে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের পক্ষ থেকে। শুক্রবার জেলার অন্যন্য কলেজের পাশাপাশি আন্দোলনে বসেছিলেন মেমারি কলেজের তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সদস্যরাও। আন্দোলনকারীদের অভিযোগ, সিবিআই ১৫-১৬ দিন হলো এই ঘটনার তদন্ত করছে। অথচ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি। কিন্তু রাজ্য পুলিশ তদন্তের শুরুতেই একজনকে গ্রেপ্তার করেছিল। বিক্ষোভকারীদের দাবী, চব্বিশ ঘন্টার মধ্যে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে।