আজকাল ওয়েবডেস্ক: এলাকার বিধায়ক বিজেপির। পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে। অধিকাংশ গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। এমনকী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছোট ভাই সৌমেন্দু অধিকারী এই লোকসভা কেন্দ্রের সাংসদ। বিজেপির একচেটিয়া জায়গা বলে পরিচিত কাঁথি (১) নম্বর ব্লকের সাবাজপুট গ্রাম পঞ্চায়েত এলাকায় সমবায় নির্বাচনে জয়লাভ করে সবুজ আবির ওড়ালেন তৃণমূল সমর্থিত বিজয়ী সদস্যরা। 

 

এই অঞ্চলের পোতাপাখোরিয়া অনন্তবাড় সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয় টানটান উত্তেজনার মধ্য দিয়ে। প্রায় দেড় হাজার ভোটার। ৪১টি আসনের মধ্যে ৩৭টিতে তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেন। বাকি চারটিতে বিজেপির জয় আসে। নির্বাচনকে ঘিরে যথেষ্টই উত্তেজনা ছিল। সাবাজপুট গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান রামগোবিন্দ দাস বলেন, 'খোদ কাঁথিতে বিজেপির ব্যাপক ভরাডুবি হয়েছে। শুভেন্দু অধিকারীদের কাঁথি এলাকার মানুষ আর চাইছেন না। বিজেপি ছেড়ে দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন কর্মী ও নেতারা। এই সমিতি বিগত দিনেও যেমন তৃণমূলের দখলে ছিল, তেমনি আগামী দিনেও থাকবে। বিজয়ী সদস্যদের নিয়ে পরিচালন কমিটি সমিতিকে পথ দেখিয়ে লাভের মুখ দেখাবে।' 

 

পাল্টা তৃণমূলের বিরুদ্ধে এই নির্বাচন নিয়ে অভিযোগের আঙুল তুলেছে গেরুয়া শিবির। তৃণমূল সন্ত্রাস চালিয়েছে, অভিযোগ তুলেছেন এলাকার বিধায়ক অরূপকুমার দাস।