আজকাল ওয়েবডেস্ক: একসঙ্গে তলিয়ে গিয়ে মৃত্যু হল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তিন পড়ুয়ার। মৃতরা অরিত্র পাল (২৩), কৌশিক পাল (২৩) এবং প্রীতম পাছাল (২৪) বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে আসানসোল পুলিশ কমিশনারেটের বুদবুদ থানা এলাকায়। মৃত তিনজনই পানাগড়ের বাসিন্দা।
জানা গিয়েছে, এদিন বুদবুদের গোবিন্দপুর এলাকায় সরেশ পুকুর নামে একটি পুকুরের পাড়ে পিকনিক করতে আসেন তাঁরা। পুকুরটি কিছুটা নির্জন জায়গায় এবং আশেপাশে ঘন জঙ্গল। দুপুরে খাওয়ার পর তাঁরা তিনজন পুকুরে নামেন হাত ধোওয়ার জন্য। কিছুটা গভীর জলেই তাঁরা যান বলে স্থানীয়দের অনুমান। এরপর তিনজনেই জলে তলিয়ে যান। লোকনাথ পাড়ে ছিলেন। তাঁদের বাঁচাতে তিনি জলে নামেন। কিন্তু উদ্ধার করতে না পেরে খবর দেন কাছে একটি গ্রামের লোকজনকে।
গ্রামের লোকরা যেমন আসেন তেমনি খবর পেয়ে আসে দমকল ও পুলিশ। সকলের চেষ্টায় উদ্ধার হলেও দেখা যায় তিন যুবকের শরীরে প্রাণ নেই। ঘটনার তদন্ত করছে পুলিশ।
