আজকাল ওয়েবডেস্ক: মালদায় ভয়াবহ পথ দুর্ঘটনা। আত্মীয়ের বাড়ি বিয়ের নিমন্ত্রণের কার্ড দিয়ে বাইকে চেপে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল তিন যুবকের। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া থানার নাকাট্টি ব্রীজে। জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃতরা হলেন বিশ্বজিৎ কর্মকার(২৫), ভোলা কর্মকার(২৩) এবং এনাফুল রহমান(১৮)। জানা গিয়েছে, এই তিনজনের মধ্যে বিশ্বজিৎ এবং ভোলা সম্পর্কে শ্যালক-জামাইবাবু। এনাফুল সম্পর্কে ভোলার বন্ধু।
মৃত বিশ্বজিতের বাড়ি রতুয়া থানার বিলাইমারি অঞ্চলের রামায়ণপুর গ্রামে। ভোলার বাড়ি হরিশ্চন্দ্রপুরের দৌলতপুরে এবং এনাফুল উত্তর দিনাজপুরের করণদিঘি থানা এলাকার বাসীন্দা। তিনি হরিশ্চন্দ্রপুরের এক পাউরুটির কারখানায় কাজ করতেন। এদিন তারা তিনজনে মিলে বিশ্বজিতের ভাগ্নীর বিয়ের কার্ড দিয়ে বাইকে চেপে ভালুকা থেকে ফিরছিলেন।
জানা গিয়েছে, ফেরার সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রতুয়ার নাকাট্টি সেতুর ওপর দাঁড়িয়ে থাকা এক ট্রাক্টরে গিয়ে সজোরে ধাক্কা মারে বাইকটি। এর জেরে বাইকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রতুয়া থানার পুলিশ। তিনজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ইতিমধ্যেই। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পুলিশের তরফে তদন্ত শুরু করা হয়েছে বলে জানা গিয়েছে।
আজকাল ওয়েবডেস্ক: মালদায় ভয়াবহ পথ দুর্ঘটনা। আত্মীয়ের বাড়ি বিয়ের নিমন্ত্রণের কার্ড দিয়ে বাইকে চেপে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল তিন যুবকের। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া থানার নাকাট্টি ব্রীজে। জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃতরা হলেন বিশ্বজিৎ কর্মকার(২৫), ভোলা কর্মকার(২৩) এবং এনাফুল রহমান(১৮)। জানা গিয়েছে, এই তিনজনের মধ্যে বিশ্বজিৎ এবং ভোলা সম্পর্কে শ্যালক-জামাইবাবু। এনাফুল সম্পর্কে ভোলার বন্ধু। মৃত বিশ্বজিতের বাড়ি রতুয়া থানার বিলাইমারি অঞ্চলের রামায়ণপুর গ্রামে। ভোলার বাড়ি হরিশ্চন্দ্রপুরের দৌলতপুরে এবং এনাফুল উত্তর দিনাজপুরের করণদিঘি থানা এলাকার বাসীন্দা। তিনি হরিশ্চন্দ্রপুরের এক পাউরুটির কারখানায় কাজ করতেন। এদিন তারা তিনজনে মিলে বিশ্বজিতের ভাগ্নীর বিয়ের কার্ড দিয়ে বাইকে চেপে ভালুকা থেকে ফিরছিলেন। জানা গিয়েছে, ফেরার সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রতুয়ার নাকাট্টি সেতুর ওপর দাঁড়িয়ে থাকা এক ট্রাক্টরে গিয়ে সজোরে ধাক্কা মারে বাইকটি। এর জেরে বাইকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রতুয়া থানার পুলিশ। তিনজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ইতিমধ্যেই। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পুলিশের তরফে তদন্ত শুরু করা হয়েছে বলে জানা গিয়েছে।
