আজকাল ওয়েবডেস্ক: কোচবিহার জেলা থেকে প্রথমবার মাউন্ট এভারেস্টে উঠতে যাচ্ছেন মাথাভাঙ্গার বাসিন্দা ত্রিদিব সরকার। আগামী ১২ এপ্রিল শুরু হবে তাঁর যাত্রা। কোচবিহারের ইতিহাসে তিনিই প্রথম যিনি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে পা রাখতে উদ্যোগী হলেন। 

জানা গিয়েছে, ত্রিদিব সরকার কোচবিহারের মাথাভাঙ্গা শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পেশায় একজন দমকল কর্মী। তবে তার শখ পর্বত শৃঙ্গ আরোহন করা। ২০১৫ সাল থেকে মাউন্ট ক্লাইম্বিং-এর সঙ্গে তিনি যুক্ত। এর আগে ২০১৮ এবং ২০২২ সালেও বেশ কিছু শৃঙ্গে উঠেছেন তিনি। এবার লক্ষ্য বিশ্বের উচ্চতম চূড়া।

ইতিমধ্যেই পর্বত আরোহনের জন্য তাঁর সব প্রস্তুতি শেষ। আগামী ১২ই এপ্রিল যাত্রা শুরু। এবিষয়ে ত্রিদিব সরকার বলেন, মাউন্ট এভারেস্ট জয় করা আমার স্বপ্ন। এর আগেও আমি বেশ কিছু পর্বতে উঠেছি। তবে আমার কাছে এখন সবচেয়ে চ্যালেঞ্জের বিষয় হল মাউন্ট এভারেস্ট আরোহন করার জন্য যাবতীয় খরচ জোগাড় করা। মাউন্ট এভারেস্টে চড়ার ব্যবস্থা করার করতে প্রায় ৪০ লক্ষ টাকার কাছাকাছি খরচ হবে বলে জানান তিনি।