আজকাল ওয়েবডেস্ক: কালীপুজোর পরের দিনই ভয়াবহ অগ্নিকাণ্ড মালদার কালিয়াচকে। শুক্রবার সকালে হঠাৎই মালদার কালিয়াচক এলাকার চৌরঙ্গীতে একটি ব্যাগ তৈরির দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখেন আশেপাশের বাসিন্দারা। শুক্রবার সকালে ওই দোকানটি বন্ধ থাকা সত্ত্বেও সেখান থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। তা দেখে আতঙ্কিত হয়ে পড়ে আশেপাশের দোকানিরা।
স্থানীয় বাসিন্দারা প্রাথমিক ভাবে জল দিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান। এরপরেই খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভাতে সাহায্য করে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আশেপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। কিন্তু তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ায় আগুন ছড়ায়নি। তবে ভেতরে চামড়ার জিনিসপত্র থাকায় প্রচুর পরিমাণে ধোঁয়া বেরোতে দেখা যায় ওই দোকান থেকে।
কালো ধোঁয়ায় একপ্রকার ঢেকে গিয়েছিল গোটা এলাকা। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। স্থানীয় ব্যবসায়ীদের সন্দেহ, দোকানের আশেপাশে শুক্রবার সকালে বাজি, পটাকা ফাটানো হচ্ছিল। সেখান থেকেই আগুনের ফুলকি কোনওভাবে দোকানের ভেতর ঢুকে যায়। তা থেকেই আগুন লেগে থাকতে পারে। তবে আগুন লাগার ঘটনার পরেও দোকান মালিকের কোনও খোঁজ মেলেনি।
