আজকাল ওয়েবডেস্ক: ঝড়ের পর ডাল সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক কিশোরের। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার পাথরপ্রতিমায়। মৃত শুভজিৎ দাশ (১৭) বলে জানা গিয়েছে। বৃষ্টি উপেক্ষা করেই এরপর তার বাড়িতে ভিড় করেন প্রতিবেশীরা। 

 

বৃহস্পতিবার শেষরাতে ওডিশাতে ল্যান্ডফল হয় ঘূর্ণিঝড় ডানা'র (cyclone Dana) যার প্রভাবে এরাজ্যে বড় কোনও ক্ষয়ক্ষতি না হলেও শুক্রবার সারাদিন ধরে চলছে বৃষ্টি। বেশ কিছু জায়গায় ভেঙে পড়েছে গাছ। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অনেক লোককে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ত্রাণ শিবির বা নিরাপদ স্থানে। আবার অনেকেই থেকে গিয়েছেন তাঁদের বাড়িতে। পার্থপ্রতিমার যে অঞ্চলে এই ঘটনাটি ঘটেছে সেখানে ঝড়ের প্রভাব সেভাবে না পড়লেও এলাকায় বেশ কয়েকটি গাছ বা গাছের ডাল ভেঙে পড়েছে। 

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুভজিতের ঘরের উপরে একেবারে ছাদের পাশ দিয়ে গিয়েছে ইলেকট্রিক লাইন। এদিন দুপুরে ছাদে কয়েকটি ডাল ভেঙে পড়লে সে ছাদে উঠে ডাল পরিস্কার করতে যায়। কোনওভাবে পাশের বিদ্যুৎবাহী তারে তাঁর হাত লেগে যায়। সেইসময় তারে বিদ্যুৎ থাকার জন্য সঙ্গে সঙ্গে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।