আজকাল ওয়েবডেস্ক: ব্যাগে রাখা টাকা না পাওয়ায় ক্লাসের মধ্যেই পড়ুয়াদের পোশাক খুলিয়ে মারধরের অভিযোগ উঠল শিক্ষিকার বিরুদ্ধে। প্রতিবাদে স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা। বুধবার ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটা ১ নম্বর ব্লকের পুঁটিমারী ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের একটি শিশু শিক্ষা স্কুলে। পড়ুয়া ও অভিভাবকদের অভিযোগ, বুধবার স্কুলে ক্লাস ঠিকঠাকই চলছিল। কিন্তু দুই পিরিয়ড হয়ে যাওয়ার পর ওই স্কুলের এক সহকারী শিক্ষিকা অনীতা রায় অধিকারী দেখেন তাঁর মানি ব্যাগটি খোলা এবং তার মধ্যে কোনও টাকা নেই। তিনি ছাত্র-ছাত্রীদের ডেকে জিজ্ঞাসা করেন।
কিন্তু কেউই কিছু বলতে পারেনি। অভিযোগ, এরপর হঠাৎ ওই শিক্ষিকা রেগে গিয়ে পড়ুয়াদের পোশাক খুলিয়ে পরীক্ষা করেন এবং তাদের মারধর শুরু করেন। ভয়ে সিঁটিয়ে যায় ছাত্র-ছাত্রীরা। জানা গিয়েছে, শেষপর্যন্ত ফোন করে তিনি বাড়িতে জিজ্ঞাসা করলে তাঁর বাড়ির লোক জানান, তিনি টাকা বাড়িতেই রেখে এসেছেন। ছুটির পর পড়ুয়ারা তাদের বাড়িতে গিয়ে সব কথা জানায়। এদিন সকাল থেকেই স্কুলের সামনে অভিভাবকরা ভিড় জমান। দেখা করতে চান অভিযুক্ত শিক্ষিকার সঙ্গে। কিন্তু জানা যায়, তিনি আসেননি। ক্ষিপ্ত অভিভাবকরা স্কুলের গেটে তালা ঝুলিয়ে দেন। প্রধান শিক্ষিকা নিজে এসেও ঢুকতে না পেরে যোগাযোগ করেন বিডিও'র সঙ্গে। ঘটনার নিন্দা করে প্রধান শিক্ষিকা বলেন, 'আমি ছুটিতে ছিলাম। অভিভাবকরা আজ আমায় ঘটনার কথা জানান। বিষয়টির জন্য আমি লজ্জা বোধ করছি।'
