আজকাল ওয়েবডেস্ক: ট্যাব কেলেঙ্কারির মতো ঘটনা যেন কন্যাশ্রী'তে না ঘটে। সতর্ক থাকুন। রাজ্যের প্রতিটি জেলাকে সতর্ক করল নারী ও শিশুকল্যাণ দপ্তর। কীভাবে সতর্কতা অবলম্বন করবেন সেই বিষয়ে গত ১৯ নভেম্বর দপ্তরের পক্ষ বেশ কয়েকটি নির্দেশিকা-সহ চিঠি পাঠানো হয়েছে প্রতিটি জেলার জেলাশাসককে।
ছয় দফার এই নির্দেশিকায় বলা হয়েছে, যে অ্যাকাউন্টগুলি মনে হচ্ছে হ্যাক হয়ে যেতে পারে সেই অ্যাকাউন্টগুলির পাসওয়ার্ড পাল্টে দেওয়ার জন্য। পোর্টালের অপারেটিং সিস্টেম, ব্রাউজার, প্লাগ ইনস এবং এর সঙ্গে সম্পর্কিত সফটওয়্যার যেন 'কারেন্ট' বা 'লেটেস্ট ভার্সান'-এ উন্নীত করা হয়। যে সমস্ত কম্পিউটার সিস্টেম তার প্রয়োগ ও প্রযুক্তি ইতিমধ্যেই পুরনো হয়ে গিয়েছে সেগুলিকে মূল সিস্টেম থেকে সরিয়ে ফেলতে হবে। সফটওয়্যার সুরক্ষায় ফায়ার ওয়ালস ব্যবহার নিশ্চিত করে এর সঙ্গে প্রয়োজনীয় অ্যান্টি-ম্যালওয়ার, অ্যান্টি-রানস্যামওয়ার এবং অ্যান্টি-এক্সপ্লয়েট ব্যবস্থা যোগ করতে হবে। নিয়মিত পরীক্ষা করে দেখতে হবে। এর পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে ওয়েব ব্রাউজার-এ কোনওরকম ক্রেডেন্সিয়াল রাখা চলবে না।
এর আগে রাজ্যে 'তরুণের স্বপ্ন' প্রকল্পে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব কেনার জন্য যে টাকা দেওয়া হয় সেই সম্পর্কিত পোর্টাল-এর বিভিন্ন অ্যাকাউন্ট হ্যাক করে সেখান থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ফলে বহু পড়ুয়াই ট্যাবের টাকা পায়নি। রাজ্য সরকার যদিও ঘটনার পর পরই জানিয়ে দিয়েছিল কারুর টাকা মার যাবে না। সকলেই টাকা পাবে।
কলকাতা-সহ গোটা রাজ্যে এই কেলেঙ্কারির ঘটনায় তদন্তে নামে পুলিশ। পুলিশের অভিযানে উঠে আসে এই কেলেঙ্কারির সঙ্গে বিহারের অপরাধীদের যোগসাজশের দিক। এইরকম হ্যাকিং যাতে কন্যাশ্রীর পোর্টালে না হয় সেকথা মাথায় রেখেই রাজ্য সরকারের তরফে এই সতর্কতা।
