আজকাল ওয়েবডেস্ক: চলতি বছরেই রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদের নির্বাচন হতে পারে। এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রবিবার বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ কলেজ শিক্ষক অ্যাসোসিয়েশনের ৪১তম বার্ষিক সভায় এই ঘোষণা করেন তিনি। দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ায় একাধিক ছাত্র সংগঠন ডেপুটেশন জমা দিয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে। এদিন ব্রাত্য বসু জানান, ‘মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা চলছে। এই বছরেই কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদের নির্বাচনের পরিকল্পনা রয়েছে’।

 

এদিনের সভায় উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ আশিষ বন্দ্যোপাধ্যায়, রাজ্যের কারামন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ এবং অ্যাসোসিয়েশনের অন্যান্য পদাধিকারীরা। শিক্ষামন্ত্রী জানান, ‘২০১১ সালের পর থেকে রাজ্যে সরকারি কলেজের সংখ্যা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। মুখ্যমন্ত্রী বাংলার মেধাকে এগিয়ে নিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ। কেউ কেউ এই উদ্যোগ ব্যাহত করার চেষ্টা করবে, কিন্তু তারা ব্যর্থ হবে। ২০২৬ সালে আবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা ব্যানার্জি’।

 

সভায় বক্তব্য রাখতে গিয়ে কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, ‘মুখ্যমন্ত্রী যখন থেকে ব্রাত্য বসুকে শিক্ষা দপ্তরের দায়িত্ব দিয়েছেন, তখন থেকে তিনি জঞ্জাল পরিষ্কার করার চেষ্টা করছেন। আশা করি, তিনি এই কাজে সফল হবেন’। তাঁর এই মন্তব্য নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে সম্পর্কিত বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত, রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। বিশেষত, যাদবপুর বিশ্ববিদ্যালয় এই ইস্যুতে আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। শিক্ষামন্ত্রীর এদিনের বক্তব্য সেই আন্দোলনকে নতুন গতি দিতে পারে বলেই মনে করা হচ্ছে।