আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার রাতে অল্প সময়ের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল মুর্শিদাবাদের নবগ্রামের বেশ কিছু এলাকা। আর এই ঝড়ের দাপটে সম্পূর্ণ ভেঙে পুকুরে পড়ে গেল নবগ্রামের টিয়াডাঙ্গা সর্বজনীন পল্লীশ্রী সংঘের পুজো মণ্ডপ। রাস্তার উপড়ে পড়ে যায় একাধিক ইলেকট্রিক পোল। ঘটনায় হতবাক হয়ে গেছেন পুজোর উদ্যোক্তারা। সামান্য কিছুক্ষণের ঝড়ে এইভাবে প্যান্ডেল ভেঙে পড়বে তা ভাবতে পারেননি কেউই। ঝড়ের সময় পুজো মণ্ডপের ভেতরে ১০-১২ জন ক্লাব সদস্য ছিলেন। তবে সৌভাগ্যবশত কারওরই গুরুতর আঘাত লাগেনি। ইতিমধ্যেই ভাঙা প্যান্ডেল পরিদর্শন করে গেছে নবগ্রাম থানার পুলিশ প্রশাসন।
পল্লীশ্রী সংঘের এক সদস্য সাহেব মণ্ডল জানান, 'মঙ্গলবার সন্ধের আগেই আমাদের পুজোর প্যান্ডেল, আলোক সজ্জা, প্রতিমার কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল। গতকাল রাতের দিকে অল্প সময়ের জন্য একটি ঘূর্ণিঝড় হয় আমাদের এলাকায়। ওই সামান্য কিছুক্ষণের ঘূর্ণিঝড়ে প্যান্ডেল, আলোক সজ্জা এমনকী প্রতিমা পর্যন্ত পাশের পুকুরে পড়ে যায়। আমরা ক্লাবের সদস্যরা সেই সময় কিছুই করতে পারিনি।'
তিনি আরও বলেন, 'গতকালকের এই দুর্ঘটনায় পুজোর উদ্যোক্তা ছাড়াও সকল এলাকাবাসীর মন ভারাক্রান্ত হয়ে গেছে। তবে আমরা অল্প সময়ের মধ্যে আবার চেষ্টা করছি নতুন করে সবকিছু তৈরি করার। শিল্পীরাও যথাসাধ্য চেষ্টা করছেন নতুন করে পুজো প্যান্ডেল এবং ভেঙে পড়া প্রতিমাটি ঠিক করার। তবে ঘূর্ণিঝড়ের সময় প্যান্ডেলের ভিতর ক্লাবের ১০-১২ জন সদস্য থাকলেও সৌভাগ্যবশত তাঁদের কোনও ক্ষতি হয়নি। এখন আমরা অল্প সময়ের মধ্যে আবার সব আয়োজন করে কোনওক্রমে পুজোটুকু সম্পন্ন করতে চাই।'
এই পুজোর অন্যতম উদ্যোক্তা সনাতন মণ্ডল বলেন, 'গতকালকের ঝড়ে আমাদের পুজোর প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু পুজো প্যান্ডেলেই নয়, গ্রামেরও প্রচুর বাড়ির চালা উড়ে গেছে, গাছ পড়ে গেছে। এমনকী ইলেকট্রিক পোল পর্যন্ত ভেঙে পড়েছে।'
