আজকাল ওয়েবডেস্ক: প্রথমবারের জন্য মহিলা বিশ্বকাপ উঠল ভারতের হাতে। ইতিহাস গড়ল হরমনপ্রীত কৌরের দল। দেশজুড়ে উৎসবে মজে ১৪০ কোটি ভারতবাসী।
দক্ষিণ আফ্রিকার শেষ উইকেট পড়ার সঙ্গে সঙ্গে হাততালিতে ফেটে পড়ল গোটা স্টেডিয়াম। দেশের কোণায় কোণায় বাজি ফাটছে।
মহিলাদের বিশ্বকাপ জয়ের পর এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। দুই হেভিওয়েটা নেতার মুখে একই কথা অবশ্য।
দুজনেই লিখলেন, ‘এই জয়ে অনুপ্রেরণা পাবে ভবিষ্যৎ প্রজন্ম’। প্রধানমন্ত্রী লেখেন, ‘আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে দাপট দেখিয়ে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিল ভারতীয় দল। ফাইনালে তাঁদের পারফরম্যান্সে ফুটে উঠল আত্মবিশ্বাস ও অসাধারণ দক্ষতা। গোটা টুর্নামেন্ট জুড়ে দল দেখিয়েছে টিমওয়ার্ক ও লড়াইয়ের মানসিকতা। ভারতীয় খেলোয়াড়দের এই জয় শুধু ইতিহাস গড়ল না, ভবিষ্যৎ প্রজন্মের ক্রীড়াবিদদেরও অনুপ্রাণিত করবে খেলাধুলায় এগিয়ে যেতে’।
মমতা লেখেন, ‘বিশ্বকাপ ফাইনালে ঐতিহাসিক কৃতিত্বে পুরো দেশ আজ গর্বিত আমাদের ‘উইমেন ইন ব্লু’-র উপর। টুর্নামেন্ট জুড়ে তাঁদের লড়াইয়ের মানসিকতা ও দাপট আগামী প্রজন্মের অসংখ্য মেয়েদের অনুপ্রেরণা জোগাবে। তাঁরা প্রমাণ করেছেন, ভারতের মহিলা দল এখন বিশ্বের শীর্ষস্তরে, প্রকৃত বিশ্বমানের টিম। তাঁদের পারফরম্যান্সে দেখা গেছে অসাধারণ সব মুহূর্ত, যা দেশবাসীর মনে চিরকাল অমলিন থাকবে। ভবিষ্যতে আরও বড় জয় অপেক্ষা করছে তাঁদের জন্য। দেশবাসী তাঁদের পাশে আছে, প্রতিটি পদক্ষেপে’।
০২৫-এ নবি মুম্বইয়ে বেনজির এক ইতিহাস লিখে গেলেন হরমনপ্রীত কৌররা। আগের দু'বার ফাইনালে পৌঁছেও কাপ আনা হয়নি দেশে। কথায় বলে ত্র্যহস্পর্ষ ভাল নয়।
তৃতীয় বারের চেষ্টায় ভারতের মেয়েরা জগৎসভায় শ্রেষ্ঠ আসন দখল করলেন।একসময়ে খেলতে যাওয়ার জন্য রিজার্ভ-হীন কামরায় সওয়ার হতে হয়েছিল মহিলা ক্রিকেটারদের।
মেঝেতে শুয়ে কাটাতে হয়েছিল রাত। যে বীজ পঞ্চাশ বছর আগে বপন করা হয়েছিল, আজ তাই ফুল-ফল-ছায়া বিছিয়ে দিল। আজ থেকে মহিলা ক্রিকেটাররা বিশ্বচ্যাম্পিয়ন।
ফাইনালে ভারত ৫২ রানে হারাল দক্ষিণ আফ্রিকাকে। এই জয়ের রূপকার যে সবাই। এগারোজন হিংস্র বাঘিনী দৌরাত্ম্য দেখিয়ে গেলেন। আর সাজঘরে ছিলেন এক চাণক্য অমল মুজুমদার।
বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরে এই ভারতের পরিক্রমা প্রসঙ্গে বলছেন, ''ম্যাজিকাল।'' ২৯৮ রান তাড়া করতে নেমে প্রোটিয়া অধিনায়ক লরা উলভার্ট সেঞ্চুরি হাঁকালেন।
তিনি যখন ম্যাচের উপরে ছায়া বিস্তার করতে শুরু করেছেন, তখনই ইন্দ্রপতন। ১০১ রানে ফিরলেন প্রোটিয়া অধিনায়ক।
একটু একটু করে ভারতের ক্যাম্পের দিকে হেলতে থাকা ম্যাচ তার পরই ঢুকে গেল ভারতের সাজঘরে। বাকিরা সেভাবে আর লড়াই করলেন কোথায়!
দক্ষিণ আফ্রিকা উইকেট হারানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে আস্কিং রেট। ক্যাচ পড়ে একাধিকবার। কিন্তু দিনটা যে ছিল ভারতের। দিনান্তে নবি মুম্বইয়ে বেজে উঠল, 'মা তুঝে সালাম।'
