আজকাল ওয়েবডেস্ক: উঁকি মারছেন কেন? প্রশ্ন তুলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে তর্কে জড়ালেন সিতাই বিধানসভার উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায়। এদিন এই বিধানসভার একটি ভোটগ্রহণ কেন্দ্রে যখন তিনি পরিদর্শনে যান তখন বুথের বাইরে দাঁড়িয়ে থাকা এক জওয়ানকে ডেকে তিনি জিজ্ঞাসা করেন বুথের ভিতরে কেন তাঁরা উঁকিঝুঁকি দিচ্ছেন। প্রত্যুত্তরে ওই জওয়ান কিছু বলতে গেলে তিনি বলেন, এদিক ওদিক ঝুঁকছেন কেন। এর পরেই সঙ্গী এক যুবককে তিনি বলেন, জওয়ানের বসার জন্য বেঞ্চ ব্যবস্থা করে দিতে। 

 

ওই জওয়ানের সঙ্গে কথা শেষ করে তিনি এগিয়ে যান ভোটগ্রহণ কেন্দ্রের দিকে। ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে অন্য এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে তিনি প্রশ্ন করেন, বুথের ভিতরে তাঁর কী কাজ? ওই জওয়ান তাঁকে যখন কিছু বলতে যান তখন তৃণমূল প্রার্থী বলেন, 'আপনাদের জায়গা তো বাইরে। বুথের ভিতরে আপনার কী কাজ? বাইরে বসুন।' কিছুক্ষণ দাঁড়িয়ে এরপর তিনি রওনা হন অন্যান্য ভোটগ্রহণ কেন্দ্রের দিকে। 

 

কোচবিহারের সিতাই বিধানসভায় মোট ভোটার ৩ লক্ষ ৫ হাজার ৫০০। বুথের সংখ্যা ৩০০। স্পর্শকাতর বুথের সংখ্যা ৮৬। মোট ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এই বিধানসভা এলাকায়৷