আজকাল ওয়েবডেস্ক: মা বৃদ্ধা, আবার ছেলে অন্ধ। এসআইআর  শুনানির জন্য ডাক পড়েছে দু'জনেরই। কী হবে, এই ভেবেই আতঙ্কিত তাঁরা। শেষপর্যন্ত বৃদ্ধা মাকে ভ্যানে চাপিয়ে বিডিও অফিসে হাজির হলেন ছেলে। মঙ্গলবার এই চিত্র ধরা পড়েছে নদিয়া হাঁসখালির বগুলা মিলননগরে। 

জানা গিয়েছে, ওই এলাকার ২ নম্বর পঞ্চায়েতের বাসিন্দা পানু চৌধুরীর দু'চোখ প্রায় অন্ধ। মা সুরদ্ধনি চৌধুরীকে  নিয়ে তাঁর সংসার। চোখ প্রায় অন্ধ হলেও অভাবের কারণে তিনি এলাকায় ভ্যান চালিয়েই রোজগার করেন। খুবই কষ্টের সংসার বলেই এলাকাবাসীর দাবি। এর মধ্যেই তাঁরা ডাক পেয়েছেন এসআইআর শুনানিতে। বাড়িতে নোটিস এসেছে‌। প্রাথমিকভাবে নোটিস পাওয়ার পরে দু'জনেই ঘাবড়ে যান। কী হবে এই চিন্তায় আকুল হয়ে ওঠেন তাঁরা। মঙ্গলবার ছিল তাঁদের শুনানির দিন। তাঁদের কাছে শুনানির জন্য বিডিও অফিসে পৌঁছনোটাই একটা বড় সমস্যা। 

শেষপর্যন্ত সিদ্ধান্ত নিয়ে মা'কে নিয়ে নিজের সাইকেল ভ্যান চালিয়ে বিডিও অফিসে এসে পৌঁছন পানু। গোটা রাস্তায় মা ভ্যানের হ্যান্ডেল ধরে ছেলেকে সহযোগিতা করেছেন। হর্ন বাজাতে বাজাতে ভ্যান চালিয়েছেন পানু। বিডিও অফিসে পৌঁছনোর পর সকলেই দেখেছেন এই দৃশ্য। কার্যত এসআইআর শুনানি পর্ব শুরু হওয়ার পর থেকেই সাধারণ মানুষের একের পর এক হয়রানির অভিযোগ সামনে এসেছে। কোথাও বৃদ্ধ বা অশক্তদের লাইনে বহু সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে আবার কোথাও শুনানির জন্য তাঁদের সিঁড়ি ভেঙে উপরে উঠে আসতে হয়েছে‌।  এমনকী সন্তান প্রসবের দিনও প্রসূতি মা'কে শুনানির জন্য আসতে হয়েছে শুনানি কেন্দ্রে। 

তৃণমূল কংগ্রেসের দাবি, ভোটের আগে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তুলতে বিজেপির নির্দেশে হচ্ছে এই হয়রানি। যদিও বিজেপির দাবি, নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। যার সঙ্গে বিজেপির কোনো যোগ নেই।