আজকাল ওয়েবডেস্ক: 'খেলা হবে' শব্দ দু'টি নিয়ে গান বেঁধেছিলেন। গত ভোটের আবহে সেই গান বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল। বুধবার সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেস নেতা কি প্রকাশ করলেন, 'খেলা হবে'র দ্বিতীয় পার্ট? কয়েকঘণ্টায় নয়া গান সোশ্যাল মিডিয়ার একাধিক প্ল্যাটফর্মে, বহু অ্যাকাউন্ট থেকে ঝড়ের গতিতে শেয়ার হচ্ছে। ১৩ মিনিট ২৫ সেকেণ্ডের গান। নেচে-গেয়ে, জমজমাট মিউজিক-এ আদতে কী বললেন দেবাংশু? এই গান কি ভোট নিয়ে? 


এসআইআর চলছে রাজ্যে। আর ঠিক তার পরেই বাংলায় বিধানসভা নির্বাচন। স্বাভাবিকভাবেই তাঁর গানে যে এই দুই বিষয় থাকবেই, গান না শুনেও তা বলে দেওয়া যায়। সোশ্যাল মিডিয়ায় কাউন্ট ডাউন দেওয়ার পর যখন সামনে আনলেন এই গান, তাতে বেশ চমক ধরা পড়ল ছত্রে ছত্রে। যেমন গানে স্পষ্ট করে দেবাংশু জানিয়েছেন, এসআইআর বাংলায় যতই করা হোক না কেন, এই বাংলার মসনদে ফের বসবেন মমতা ব্যানার্জিই। অর্থাৎ এসআইআর শুরু হওয়ার পর থেকে, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি, তাঁর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি যেকথা বারবার বলেছেন, গানের ছন্দে সেকথাই বললেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। 

তবে এখানেই শেষ নয়। 'হ্যালো মোদিজি' দিয়ে শুরু যে গান, তার ছত্রে ছত্রে দেবাংশু রেখেছেন-নোটবন্দি, আধার লিঙ্ক, গ্যাসের দাম, বিএসএফ, অনুপ্রবেশ, আমেরিকা, অর্থনীতি, একশ দিনের কাজ, ধর্ম নিয়ে যুদ্ধর মতো শব্দগুলিকে। যেগুলি গানে কেবল শব্দ হিসেবে ব্যবহৃত হয়নি, হয়েছে সাম্প্রতিক পরিস্থিতির বর্ণনা হিসেবে, তেমনটাই বলছেন দেবাংশু। 

ঠিক কী রয়েছে গানে? একনজরে-

'মুসলমানরা ভয় পাচ্ছে
হিন্দু হচ্ছে বোকা
বানিয়ে বোকা ভাবছ তুমি
জিতবে ভোটে খোকা?

নোটবন্দি, আধার লিঙ্কে 
লাইনে দাঁড়ায় মানুষ
আর প্লেনে চেপে বিদেশ ঘোরে
মোদী নামের ফানুশ!

যতই করো SIR 
এ বাংলা ফের মমতার!
যতই করো SIR 
এ বাংলা ফের মমতার!

গ্যাসের দামে, তেলের ঝাঁজে 
জ্বলছে জনগণ
তাইতো মোদির নতুন খেলা
ব্যস্ত থাকুক মন!

নরেন মোদির মুখে শুধু
দিদি নামের জপ!
গরুর দুধের সোনার মত
রোহিঙ্গাটাও ঢপ!

যতই করো SIR 
এ বাংলা ফের মমতার!
যতই করো SIR 
এ বাংলা ফের মমতার!

বর্ডার থেকে ঢুকছে নাকি
অনুপ্রবেশকারী!
আরে বর্ডারে তো অমিত শাহের
বিএসএফের বাড়ি!

আসামেতে বাদ পড়ল
সবাই দেখি হিন্দু!
বাংলা জুড়েও করবে সেটাই 
তারকাটা শুভেন্দু!

যতই করো SIR 
এ বাংলা ফের মমতার!
যতই করো SIR 
এ বাংলা ফের মমতার!

বাংলা ভাষা শুনলে যারা 
বাংলাদেশী খোঁজে
ভোটের সময় ভাষণেতে 
বাংলা তারাই গোঁজে!

বাংলা তাদের পায়না দেখা
বিপদে বা কাজে 
ভোটের সময় লম্বা দাড়ি
রবীন্দ্রনাথ সাজে!

যতই করো SIR 
এ বাংলা ফের মমতার!
যতই করো SIR 
এ বাংলা ফের মমতার!

১০০ দিনের টাকা ঝড়ে 
বাড়ির টাকাও খায়
ভোটে হেরে ল্যাজ গুটিয়ে
দিল্লি চলে যায়!

হিন্দু প্রেমী সেজে ঘোরে 
হিন্দু খেকো হায়না!
জগন্নাথের মন্দিরেতে 
এদের দেখা যায়না!

যতই করো SIR 
এ বাংলা ফের মমতার!
যতই করো SIR 
এ বাংলা ফের মমতার!

ধর্ম নিয়ে যুদ্ধ বাঁধায়
সমাজটা কে ধসায়!
ক্রিকেট বোর্ডের মাথার উপর
নিজের ছেলে বসায়!

দুর্গাপুজোয় টাকা দিলে
দিদিকে দেয় গালি!
রামভক্ত সেজে থাকে
আসলে তো জালি!

যতই করো SIR 
এ বাংলা ফের মমতার!
যতই করো SIR 
এ বাংলা ফের মমতার!

 

সেনা যখন বদলা নিতে
অপারেশন করে
আমেরিকার ফোনে দাদু
ইঁদুর হয়েই মরে!

অর্থনীতির শ্রাদ্ধ করে।
বাজার জুড়ে আগুন
আচ্ছে দিনের স্বপ্ন মাঝে
ঢুকিয়ে দিলো বেগুন!

যতই করো SIR 
এ বাংলা ফের মমতার!
যতই করো SIR 
এ বাংলা ফের মমতার!

যুদ্ধে তোদের মুখকে হবে?
কাঠি ভাঙা রকেট!
শুভেন্দু না সুকান্ত দা
মিঠুন নাকি লকেট?

দিলীপ দাদা সাইডে এখন
সুকান্তদাও বাড়ি!
গোটা পার্টি কব্জা করে
হুব্বা অধিকারী!

যতই করো SIR 
এ বাংলা ফের মমতার!
যতই করো SIR 
এ বাংলা ফের মমতার!

ভারতজুড়ে যেথায় যত
চোর-ছ্যাচড়া আছে
কুঁড়িয়ে এনে মাথায় তুলে
মোদীর পার্টি নাচে!

দেখতে ভারী নাদুস-নুদুস
কিন্তু বোকা-সোকা 
ভাইপো নামে জাবর কাটে
কাঁথির মেজো খোকা!

যতই করো SIR 
এ বাংলা ফের মমতার!
যতই করো SIR 
এ বাংলা ফের মমতার!

ভোট আসলে আবার মোদী
ঠাকুরবাড়ি যেও!
কবিগুরুর দাড়ি ছিল
রোহিঙ্গা কী সেও??

বিহারেতে জিততে পারো 
বাংলা বিহার নয়,
বুটের উপর দাঁড়িয়ে দেখো
হাওয়াই চটির জয়!

যতই করো SIR 
এ বাংলা ফের মমতার!
যতই করো SIR 
এ বাংলা ফের মমতার!

জনগণের ভোটে জিতে
করছ তাকেই খালি!
ভোটার যদি ফেক তাহলে
পিএম স্যারও জালি!

সহজপাঠের দিব্যি করে
বলছে বঙ্গবাসী 
এই বাঙালি মটন খাবে
তোরা হবি খাসি!

যতই করো SIR 
এ বাংলা ফের মমতার!
যতই করো SIR 
এ বাংলা ফের মমতার!

পদ্মফুলের ভোট সাগরে
ওরাও জলের বিন্দু
NRC-র নোটিশ পেল
রাজবংশী হিন্দু!

আদিবাসীর জমি কাঁড়ে
নরেন মোদির চ্যালা!
এসো সবাই জোটটি বাঁধি
আরেকটিবার ঠ্যালা!

যতই করো SIR 
এ বাংলা ফের মমতার!
যতই করো SIR 
এ বাংলা ফের মমতার!

আমার দিদি লক্ষীর ভাঁড়
আমার দিদি রেশন!
তোদের মোদী বিরক্তকর
রোজ দুবেলা ভাষণ!

ভারত জুড়ে সব কিনেছিস
কিনবি এবার কাকে?
জোড়াফুল ফুটবে এবার
অমিত শাহের টাকে!

যতই করো SIR 
এ বাংলা ফের মমতার!
যতই করো SIR 
এ বাংলা ফের মমতার!

নি'আয় তোদের মোদী-শাকে
ইডি-সিবিআই
একলা প্লেয়ার খেলবে আবার
মোদের দিদিভাই!

এই বাংলায় ভালোই আছে
ইভ কিংবা অ্যাডাম,
স্যার তো ফিরে চলে যাবেন 
থেকে যাবেন ম্যাডাম! 

যতই করো SIR 
এ বাংলা ফের মমতার!
যতই করো SIR 
এ বাংলা ফের মমতার!'

ভোট আবহের জন্য 'খেলা হবে' তো ছিলই? আবার নতুন গান কেন? নতুন গানে কোন সমীকরণ? উত্তর জানতে দেবাংশুর সঙ্গে আজকাল ডট ইন যোগাযোগ করলে তৃণমূল নেতার সাফ জবাব, 'এই গান এসআইআর-এর ক্রিয়েটিভ কাউন্টার আমার পক্ষ থেকে।' 

লিখলেন কবে এই গান? বিপুল জমায়েত নিয়ে এই গানের শ্যুটিংই বা হল কোথায়?

দেবাংশু বলছেন, নভেম্বরের তৃতীয় সপ্তাহে, তিনি এই গান লেখেন। তাঁর কথায়- '২৭ নভেম্বর, বালিতে প্রায় হাজার দেড়েক ছেলে-মেয়ের উপস্থিতিতে গোটা ভিডিওটি শ্যুট হয়। কিন্তু এক লাইনও লিক হয়নি।'  এই গান জনপ্রিয় হবে 'খেলা হবে'র মতো? অপেক্ষা সময়ের।