আজকাল ওয়েবডেস্ক: রাত পোহালেই এসআইআর-এর গণনা পত্র জমা দেবার সময়সীমা শেষ। শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি। খসড়া তালিকা প্রস্তুতের আগে, খতিয়ে দেখা হচ্ছে, কোথায়, কোন খাতে বাদ যাচ্ছে কত নাম। তার আগেই, সর্বদলীয় বৈঠকে হুগলি জেলায় এসআইআর চিত্র তুলে ধরল জেলা প্রশাসন। 

বৈঠকে জানা গেল, ৯৯.৯৯ শতাংশ ডিজাটাইজেশান এর কাজ শেষ। ৩৭১ টি ফর্ম এখনও জমা পড়েনি। ৪ঠা নভেম্বর থেকে এসআইআর-এর ফর্ম বিলি কাজ শুরু হয়েছিল। প্রথমে ৪ ডিসেম্বরের মধ্যে ফর্ম জমা দেওয়ার সময়সীম থাকলেও পরে তা সাত দিন বাড়ায় নির্বাচন কমিশন। সেই সময় শেষ হচ্ছে আগামিকাল। 

তার আগে, রাজনৈতিক দলগুলিকে নিয়ে আজ সর্বদলীয় বৈঠক করেন হুগলির অতিরিক্ত জেলাশাসক সাধারণ তরুণ ভট্টাচার্য। জেলা প্রশাসন সূত্রে খবর, ৪৭ লক্ষ  ৭৫ হাজার ৯৯জন ভোটারের মধ্যে ৯৯.৯৯% ডিজিটাইজেশন সম্পন্ন হয়েছে। আজ বৈঠক শেষে সমস্ত রাজনৈতিক দলগুলিকে এই বিষয়ে জানানো হয়। যে অল্প কয়েকটি বাকি রয়েছে সেই ফর্মগুলিও যাতে বৃহস্পতিবারের মধ্যে জমা পড়ে যায় সেই দিকেও দেখতে বলা হয়েছে।         

অতিরিক্ত জেলাশাসক জানিয়েছেন, এখনও একদিন সময় আছে তাই নির্দিষ্ট সময়ের মধ্যেই বাকি ফর্ম গুলি জমা পড়ে যাবে। সেই মতো বিএলও'দের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৬ ই ডিসেম্বর এসআইআর-এর খসড়া তালিকা প্রকাশ হওয়ার কথা। তারপরেই বিভিন্ন ব্লকে শিবির করা হবে শুনানির জন্য। তার আগে অবশ্যই সর্বদলীয় বৈঠক করে জানিয়ে দেওয়া হবে সময় ও স্থান।