আজকাল ওয়েবডেস্ক: রাজ্য জুড়ে চলছে এসআইআর। এনুমারেশন ফর্ম জমা দেওয়ার বাকি আছে আর মাত্র অল্প কিছুদিন। এরই মধ্যে উত্তর ২৪ পরগণার বনগাঁ ব্লকের ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের সবাইপুর ৯৫/৬৮ বুথের বিজেপি সদস্যা মমতা মণ্ডলের বিরুদ্ধে এক আত্মীয়কে বাবা সাজানোর অভিযোগ তুলে মহকুমা শাসকের দ্বারস্থ হলেন তৃণমূল কর্মীরা।
তৃণমূল কর্মী ইমরান মণ্ডল বলেন, “আমরা বিএলএ ২-এর মাধ্যমে জানতে পারি ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের সবাইপুরের বাসিন্দা মমতা মণ্ডল তাঁর জা-এর বাবা পানচিতার বাসিন্দা গৌরাঙ্গ চৌধুরীকে ‘বাবা’ সাজিয়ে এসআইআর তালিকায় নাম তোলার জন্য আবেদন করেছেন। উনি মালাকার পরিবারের লোক।” তিনি আরও বলেন, “আমাদের দাবি, অতি শীঘ্রই তাঁর সদস্যপদ খারিজ করা হোক এবং ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়া হোক। এ ব্যাপারে আমরা বনগাঁ মহকুমা শাসকের ইআরও-র কাছে অভিযোগ জানিয়েছি।”
যদিও এই অভিযোগ নস্যাৎ করে মমতাদেবী জানান, আমি বিজেপি সদস্য সেই জন্যই বিরোধী দল এই চক্রান্ত করেছে। এটা সম্পূর্ণ তাদের চক্রান্ত। তাঁর কথায়, “আমার ২০০২ সালের তালিকায় নাম নেই কিন্তু আমার বাবার পরিচয় ঠিক আছে। পঞ্চায়েতে আমাকে কোনও কাজ করতে দেওয়া হয় না। আমি বিরোধী বলে আমাকে শাসায়। আমার কোনও মূল্য তাঁরা দেয় না।”
ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূল নেতা তাপস মন্ডল বলেন, “আমরা ঘটনাটা জানি। মমতা মণ্ডল অন্য একজনকে বাবা সাজিয়ে এসআইআর-এর ফর্ম পূরণ করেছেন। অন্যকে নিজের বাবা পরিচয় দিয়ে ম্যাপিং করার চেষ্টা করছেন।”
এ বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিকাশ ঘোষ জানান, “মমতা মণ্ডল ঠিক কি না তা এসআইআর প্রমাণ করবে। অবজেকশন করেছে কে? তৃণমূল! এতে তৃণমূলের নাক না গলানোই ভাল। বিজেপি অসৎ কাজ করবে এটা বিজেপির সংস্কৃতি নয়।”
