আজকাল ওয়েবডেস্ক: একদিকে অনুপ্রবেশ ও দুর্নীতির অভিযোগে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ, অন্যদিকে এসআইআর আবহে মতুয়াদের আশ্বাস। মঙ্গলবার শহরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ ঠারেঠোরে বুঝিয়ে দিলেন রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবির কোন পথে তৃণমূলের বিরুদ্ধে ভোটে লড়তে চলেছে। এদিন মতুয়াদের আশ্বস্ত করে জানান, "মতুয়াদের ভয় পাওয়ার কোনও দরকার নেই। যাঁরা শরণার্থী হিসেবে ভারতে এসেছেন তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে।" 

পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হওয়ার পর থেকেই সঙ্কটে পড়েছেন বিভিন্ন জেলায় বসবাসকারী মতুয়ারা। অনেকের কাছেই এসআইআর-এর জন্য প্রয়োজনীয় কাগজ বা নথি নেই বলে অভিযোগ উঠেছে। আবার বহু জায়গায় এই মতুয়ারা নির্বাচনে একটি 'ডিসাইডিং ফ্যাক্টর'। জায়গা অনুযায়ী বিজেপি এবং তৃণমূল উভয়পক্ষই এই মতুয়া ভোটের দিকে তাকিয়ে থাকে। ফলে এসআইআর-এ যদি মতুয়াদের একটি বড় অংশের নাম বাদ যায় তাহলে রাজ্যে শাসকদল নির্বাচনী প্রচারে হাতে একটি বড় অস্ত্র পেয়ে যাবে। যা নিয়ে স্থানীয় স্তরে অনেক বিজেপি নেতাই আড়ালে আবডালে শঙ্কা প্রকাশ করেছেন। সেই হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য যথেষ্টই গুরুত্বপূর্ণ। যদিও মতুয়া প্রসঙ্গটি যে বিজেপির অভ্যন্তরে যথেষ্টই আলোচনা হয়েছে এবং সে বিষয়ে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে বড়সড় কিছু ঘোষণা হতে চলেছে তার আভাস পাওয়া গিয়েছিল চলতি সপ্তাহের সোমবারই। 

যেখানে অমিত শাহ-র বিমান কলকাতার মাটি ছোঁয়ার কিছুক্ষণ আগেই সাংসদ ও রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যকে মতুয়া সম্প্রদায় নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, "মতুয়ারা সকলে হই হই করে ভোট দেবেন। এই মাটিতে আমার যে অধিকার তাঁদেরও সেই অধিকার।" 

এদিন অমিত শাহ-র ভাষণে বেশিরভাগ অংশটাই ছিল সীমান্ত পেরিয়ে রাজ্যে অনুপ্রবেশ ও তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ওঠা নানা দুর্নীতির অভিযোগকে ঘিরে। তিনি বলেন, "রাজ্যের সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি দেয় না সরকার। তারা অনুপ্রবেশ নিয়ে শুধু বিএসএফকে দায়ী করে। যদি অনুপ্রবেশ না আটকানো যায় তাহলে বাংলার অস্তিত্ব বিপন্ন।" সেইসঙ্গে রাজ্যে দুর্নীতির বিভিন্ন অভিযোগ প্রসঙ্গেও তিনি নাম ধরে ধরে তৃণমূল নেতাদের কথা উল্লেখ করেন। এর পাশাপাশি রাজ্যের উন্নয়নের গতি কম এবং সেজন্য তৃণমূল পরিচালিত সরকারই দায়ী বলে তিনি অভিযোগ করেছেন। 

অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একহাত নিয়ে তৃণমূল নেতা ও প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ বলেন, "অনুপ্রবেশ নিয়ে কীভাবে কথা বলেন অমিত শাহ! তিনিই তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী।" কুণালের অভিযোগ, দেশ জুড়ে একসময় বিজেপি যাদের দুর্নীতি নিয়ে কথা বলেছিল আজ তাঁদের নিয়েই ঘুরছে।