আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার সাতসকালে মালদহে শুটআউটের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। ভরা বাজারে তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলল গুলি। গুলিবিদ্ধ হলেন তৃণমূল কাউন্সিলর ও প্রাক্তন জেলা সভাপতি তথা জেলা তৃণমূলের সহ-সভাপতি দুলাল সরকার। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয় সূত্রে খবর, আজ ঝলঝলিয়ার মাতাল মোড় এলাকায় হাজির ছিলেন তৃণমূল নেতা দুলাল সরকার। তখন একটি বাইকে করে তিনজন এসে তৃণমূল নেতাকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। একটি গুলি লাগে দুলাল সরকারের মাথায়। গুলি করেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। তড়িঘড়ি তৃণমূল নেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছয় দুলাল সরকারের অনুগামীরা। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।