আজকাল ওয়েবডেস্ক: কালীপুজোর দিনেই সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর ওপর হামলার অভিযোগ। অভিযোগ উঠেছে, তৃণমূল নেতা শেখ শাহজাহানের অনুগামী হাটগাছি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে।
জানা গিয়েছে, ন্যাজাট থানার অন্তর্গত শিমুলহাটি এলাকার একটি কালীপুজো উদ্বোধন করে ফিরছিলেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো। অভিযোগ, সেই সময়েই তাঁকে লক্ষ্য করে ওই উপপ্রধান সহ আরও কয়েকজন তাঁর ওপর হামলা চালায়।
সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতোকে বাঁচাতে এসে গুরুতর আহত হন আরও চারজন। তাঁদের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। ঘটনার বিবরণ জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল বিধায়ক।
