আজকাল ওয়েবডেস্ক:‌ পাওয়ার ব্লকের জন্য শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত একাধিক ট্রেন বাতিল থাকবে শিয়ালদহ শাখায়। শনিবার রাত ১০টা ৫০ মিনিট থেকে রবিবার ভোর ৫টা ৫০ মিনিট পর্যন্ত পাওয়ার ব্লক থাকবে দমদম জংশন স্টেশনের ডাউন মেন লাাইনে।


তার জন্য শনিবার শিয়ালদহ–বনগাঁ রুটে বাতিল থাকবে দু’‌জোড়া আপ ও ডাউন ট্রেন। শিয়ালদহ–ডানকুনি রুটেও বাতিল থাকবে দু’‌জোড়া আপ ও ডাউন ট্রেন। শিয়ালদহ–বারুইপাড়া রুটে বাতিল থাকবে একজোড়া আপ ও ডাউন লোকাল। 


আর রবিবার শিয়ালদহ–ডানকুনি রুটে তিনজোড়া করে বাতিল থাকবে আপ ও ডাউন ট্রেন। শিয়ালদহ–বনগাঁ রুটে বাতিল থাকবে দু’‌জোড়া করে আপ ও ডাউন ট্রেন। শিয়ালদহ–হাসনাবাদ রুটে বাতিল থাকবে একজোড়া আপ ও ডাউন ট্রেন। একটি আপ শিয়ালদহ–বারাসত লোকাল বাতিল করা হয়েছে। শিয়ালদহ–নৈহাটি রুটে বাতিল থাকবে একজোড়া করে আপ ও ডাউন ট্রেন। শিয়ালদহ–হাবড়া রুটে একজোড়া করে আপ ও ডাউন লোকাল বাতিল থাকবে। এছাড়া শিয়ালদহ–কল্যাণী সীমান্ত ও শিয়ালদহ–দত্তপুকুর শাখায় একজোড়া করে আপ ও ডাউন লোকাল ট্রেন বাতিল থাকবে বলে জানিয়েছে পূর্ব রেল। 


জানানো হয়েছে, ডাউন পুরী–শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস শনিবার সন্ধে ৭টা ৪৫ মিনিটের পরিবর্তে রাত ১০টা ১৫ মিনিটে ছাড়বে। পাশাপাশি, বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ ঘোরানো হচ্ছে। রবিবার আপ ও ডাউন বনগাঁ–শিয়ালদহ লোকাল দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত যাবে। ফলে যাত্রী ভোগান্তির আশঙ্কা।