আজকাল ওয়েবডেস্ক: ছাগল বোঝাই গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু। উত্তাল পূর্ব মেদিনীপুরের এগড়া। টায়ার জ্বালিয়ে বিক্ষোভের সঙ্গে হয় পথ অবরোধ। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন স্থানীয়রা। ভাঙচুর হয় পুলিশের গাড়ি‌। 

জানা গিয়েছে, এদিন একটি বেআইনিভাবে নিয়ে যাওয়া ছাগল বোঝাই গাড়িকে ধাওয়া করছিল পুলিশ। পুলিশের তাড়ায় এগরার আলংগিরি দিয়ে গাড়িটি যখন যাচ্ছিল তখন একটি ছয় বছরের শিশু গাড়ির কাছে চলে আসে এবং পেছনের চাকায় পিষ্ট হয়। 

সঙ্গে সঙ্গে ওই গাড়ি এবং পুলিশের গাড়ি ঘিরে ধরে জনতা। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িতে। সংখ্যায় কম থাকায় পুলিশ ঘটনাস্থল থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে যায়। এরপর বড় বাহিনী নিয়ে ফিরে আসে। ততক্ষণে পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ শুরু হয়ে যায়। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে পুলিশ।