আজকাল ওয়েবডেস্ক: স্নান করতে নেমে গঙ্গায় নিখোঁজ ১৭ বছরের এক কিশোর। নিখোঁজ কিশোর প্রিন্সকুমার কাহার বলে জানা গিয়েছে। বাড়ি উত্তর ২৪ পরগণার ভাটপাড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে। নিখোঁজ কিশোর স্থানীয় একটি স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র।
জানা গিয়েছে, ওই কিশোরের বাড়িতে বিহার থেকে তাঁর দুই ভাই এসেছিল। শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ তাদের নিয়ে প্রিন্সকুমার এলাকার বিচুলি ঘাটে স্নান করতে নেমেছিল। ভাইরা সিঁড়িতে দাঁড়িয়ে স্নান করলেও সে গঙ্গায় নেমে স্নান করছিল।
তার বাবা বিজয়কুমার জানান, জলে স্রোত থাকায় ঘাট থেকে কিছুটা দূরে তাঁর ছেলে ভেসে গিয়ে গভীর জলে চলে যায়। সেখান থেকে আর ফিরে আসতে পারেনি প্রিন্সকুমার। ডুবে যায়।
সিঁড়িতে থাকা তার দুই ভাই সাহায্যের জন্য চিৎকার করলেও সেইসময় ঘাটে লোক না থাকায় তলিয়ে যাওয়া ওই কিশোরকে উদ্ধার করা যায়নি। বেলায় ডুবুরি নামিয়ে খোঁজ চালালেও শেষ খবর পাওয়া পর্যন্ত ওই নিখোঁজ কিশোরকে উদ্ধার করা যায়নি।
