আজকাল ওয়েবডেস্ক: কোথায় টিকিট? একটা টিকিটও নেই। গত পুজোর মতো এবারও উত্তরবঙ্গ এবং উত্তর ভারতগামী নিয়মিত চলাচল করা ট্রেনগুলির সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। ফলে পুজোয় ভ্রমণ পিপাসু বাঙালির অপেক্ষা করতে হবে স্পেশাল ট্রেনের জন্য।
অবস্থা বোঝাতে গিয়ে পূর্ব রেলের ডিভিশনাল পাবলিক রিলেশনস অফিসার একলব্য চক্রবর্তী বলেন, 'রেলের নিয়মানুযায়ী ১২০ দিন আগেই আসন সংরক্ষণ করতে হয়। ফলে অনেক আগেই টিকিট বিক্রি হয়ে গিয়েছে। ৪ অক্টোবর থেকে এই ভিড়টা শুরু হবে। ৯ অক্টোবর থেকে যেটা চূড়ান্ত অবস্থায় পৌঁছবে। উত্তরবঙ্গ ও উত্তর ভারতের ট্রেনগুলিতে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কোনও টিকিট আর পড়ে নেই। বিশেষ করে উত্তরবঙ্গের ট্রেনগুলির এই অবস্থা চলবে আগামী বছরের জানুয়ারি পর্যন্ত।'
রেল সূত্রে জানা গিয়েছে, যে ট্রেনগুলির টিকিট আর পড়ে নেই সেই ট্রেনগুলি হল উত্তরবঙ্গগামী কামরূপ এক্সপ্রেস, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এবং সরাইঘাট এক্সপ্রেসের মতো ট্রেনগুলি। একই অবস্থা উত্তর ভারতগামী দুন, বাঘ, উপাসনা, কুম্ভ, হিমগিরি এক্সপ্রেস-এর মতো দূরপাল্লার ট্রেনগুলিতে। একলব্য চক্রবর্তী জানিয়েছেন, রাজধানী বা দুরন্ত এক্সপ্রেসের টিকিটও পড়ে নেই।
এবছর কি অতিরিক্ত ভিড় নাকি এটা প্রতি বছর হয়? ডিভিশনাল পাবলিক রিলেশনস অফিসার-এর কথায়, পুজোয় বাঙালির বেড়াতে যাওয়ার ইচ্ছাটা নতুন নয়। জনসংখ্যাও যেমন বাড়ছে তেমনি ভিড়ও প্রতি বছরই বাড়ছে।
কিন্তু এখনও রয়েছে টিকিটের একটা বিরাট চাহিদা। যারা নিয়মিত চলাচল করা ট্রেনগুলির টিকিট জোগাড় করতে পারেননি তাঁরা কীভাবে টিকিট পাবেন? স্বাভাবিকভাবেই তাঁদের অপেক্ষা করতে হবে পুজো স্পেশাল ট্রেনের জন্য। সেটা কবে হবে? ডিভিশনাল পাবলিক রিলেশনস অফিসার বলেন, 'দু'একটি ট্রেনের ঘোষণা ইতিমধ্যেই হয়েছে। এই মাসের মধ্যেই সমস্ত পুজো স্পেশাল ট্রেনগুলির ঘোষণা হয়ে যাবে। এক্ষেত্রে দেখে নেওয়া হয় কোন রুটের কী চাহিদা আছে'
