আজকাল ওয়েবডেস্ক: বুধবারের পর বৃহস্পতিবার। আবারও শিয়ালদহ দক্ষিণ শাখায় রেল অবরোধ। মহিলা কামরা বাড়ানোয়, কমেছে জেনারেল কামরার সংখ্যা। রেলের এই ঘোষণার পরেই ক্ষোভে ফেটে পড়েছেন নিত্যযাত্রীরা। আজকেও রেল অবরোধের জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হল। 

বৃহস্পতিবার ভোর থেকে ডায়মন্ড হারবার-শিয়ালদহ লাইনের উত্তর রাধানগর স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন নিত্যযাত্রীরা। যার জেরে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। ওই লাইনে মগরাহাট, হোটর, উত্তর রাধানগর-সহ একাধিক জায়গায় থমকে রয়েছে আপ ও ডাউনের ট্রেন। 

বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন রেল আধিকারিকরা। এখনও পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বিক্ষুব্ধ নিত্যযাত্রীদের অভিযোগ, মহিলা কামরা বাড়ানোর জেরে জেনারেল কামরায় উপচে পড়ছে ভিড়। যাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সকলেই। তাঁদের দাবি, জেনারেল কামরার সংখ্যাও বাড়ানো হোক। পাশাপাশি ব্যস্ত সময়ে দু’টি ট্রেনের মধ্যে সময়ের ব্যবধান কমানো হোক।