আজকাল ওয়েবডেস্ক: তুষারে মুড়তে পারে দার্জিলিং। বড়দিনে তুষারপাতের সম্ভাবনা পাহাড়ে। যার জন্য আগামী ২৫ ডিসেম্বর বা আশেপাশের দিনগুলির জন্য মিলছে ভিড় বাড়ার সংকেত।
ইতিমধ্যেই হোটেল এবং রিসর্টগুলিতে আসছে বুকিংয়ের জন্য ঘনঘন খোঁজ। হুড়মুড়িয়ে বাড়ছে বুকিংয়ের সম্ভাবনা। ফলে ব্যস্ততা তুঙ্গে।
বুকিং বাড়লে তার সরাসরি প্রভাব পড়বে পর্যটনে। সেক্ষেত্রে হোটেল বা রিসর্ট ছাড়া অন্যান্য পর্যটন ব্যবসায়ীরাও প্রস্তত রয়েছেন।
২৫ ডিসেম্বরের আগেই প্রায় ৫০-৫৫ % শতাংশেরও বেশি হোটেল বুকিং হয়ে গিয়েছে বলেই জানা গিয়েছে। প্রকৃতির এই আগাম 'কৃপাদৃষ্টি'র খবর পেয়ে বহুদিন পর হাসি ফুটেছে পাহাড়ের পর্যটন ব্যবসায়ীদের মুখে।
ধসের জন্য রোহিণী পথ বন্ধ থাকলেও পাহাড়ের বাকি সব রাস্তাই এখন খোলা। একই ছবি সিকিমেও। ১০ নম্বর জাতীয় সড়ক এবং বাগরাকোট হয়ে ৭১৭ (এ) জাতীয় সড়কও খুলে গিয়েছে।
হোটেল মালিকরা জানাচ্ছেন, বড়দিনে শুধু ছুটি নয়, ছুটির সঙ্গে তুষারপাত। যাকে বলে ডবল ধামাকা। তুষারপাত প্রসঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের গ্যাংটকের অধিকর্তা গোপীনাথ রাহার কথায়, “বড়দিনে সিকিম ও দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে এখনও সবটা স্পষ্ট নয়। কিন্তু সম্ভাবনা রয়েছে। বিষয়টি ২৫ ডিসেম্বরের দিন সাতেক আগে ভালভাবে বোঝা যাবে।"
এদিকে উত্তরবঙ্গের পর্যটন ব্যবসায়ী সমিতির তরফে সম্রাট সান্যাল বলেন, "দুর্গাপূজা, কালীপুজোতে পর্যটন ব্যবসায় অনেকটাই ক্ষতি হয়েছে। কিন্তু পাহাড় এবং তুষারপাত এবং সেটা আবার বড়দিনে, ফলে অনেকটাই সুখকর হয়ে উঠতে পারে গোটা বিষয়টি। আমরাও আবহাওয়া দপ্তরের তরফে শুনেছি তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে অতিরিক্ত বুকিং-এর জন্য আমরা প্রস্তুত রয়েছি। এখন মূল দার্জিলিং ছাড়াও দার্জিলিং লাগোয়া এলাকাগুলিতে অনেক হোমস্টে, রিসর্ট প্রস্তুত রয়েছে। যদি তুষারপাত হয় তবে বলা যেতে পারে পর্যটকরা এবার খালি হাতে ফিরবেন না, তুষারপাত দেখার একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা সঞ্চয় করবেন।"
উল্লেখ্য, মঙ্গলবার থেকে তিন মাসের জন্য বন্ধ করা হয়েছে দার্জিলিংয়ের অন্যতম আকর্ষণ গ্লেনারিজ। জানা গিয়েছে, নিয়ম না মানার জন্য প্রশাসনের তরফে আপাতত তিন মাস বন্ধের নোটিশ দেওয়া হয়েছে গ্লেনারিজকে।
ব্রিটিশ আমলে গড়ে ওঠে এই বেকারি ও রেস্তোরাঁ। প্রায় ১৩০ বছরের ইতিহাস নিজের বুকে বহন করে চলছে গ্লেনারিজ। বিভিন্ন সময়ে এই রেস্তোরাঁয় একাধিক দেশি, বিদেশি সিনেমার শুটিংও হয়েছে।
যার মধ্যে উল্লেখযোগ্য, অভিনেতা রণবীর কাপুর অভিনীত 'বরফি' সিনেমা। কিন্তু এবারে এই প্রসিদ্ধ রেস্তোরাঁ বন্ধের খবর সামনে আসতেই, জোর চর্চা শুরু হয়েছে উত্তরের এই শৈলশহরে।
এই বিষয়ে সংস্থার মালিক তথা রাজনৈতিক নেতা অজয় এডওয়ার্ডস সংবাদমাধ্যমের কাছে দাবি করেছেন, "আমাদের সংস্থার সমস্ত কাগজ ঠিক রয়েছে। কিন্তু লাইভ মিউজিক প্রায় এক বছর ধরে বন্ধ রয়েছে। মিউজিক আবার চালু করার জন্য দার্জিলিংয়ের পুলিশ সুপারের কাছে লিখিতভাবে অনুমতির আবেদন করা হয়েছিল। কিন্তু পাওয়া যায়নি। এরপর প্রশাসনের তরফে নোটিশ দিয়ে ৯০ দিনের জন্য গ্লেনারিজ বন্ধ করে দেওয়া হয়েছে।"
অজয়ের দাবি তিনি যেহেতু পাহাড়ের একজন পরিচিত রাজনৈতিক মুখ, সেজন্য এর পিছনে রাজনৈতিক অভিসন্ধি থাকতে পারে।
জানা গিয়েছে, গ্লেনারিজের তিনটি ভাগ রয়েছে, বেকারি, রেস্তোরাঁ ও বার। চলতি সপ্তাহে বার ও লাইভ সঙ্গীত পরিবেশনের অনুমতিপত্র না থাকায়, প্রশাসনের তরফে ৯০ দিনের বন্ধের নোটিশ দেওয়া হয়েছে।
যার ফলে বড়দিন ও ইংরেজি নববর্ষের আগে দার্জিলিংয়ে ঘুরতে আসা পর্যটকেরা বঞ্চিত হবেন গ্লেনারিজে সময় কাটানোর আনন্দ থেকে। অপরদিকে এই সংস্থার সঙ্গে যুক্ত প্রায় আড়াইশো কর্মীর জীবিকা নিয়েও সংশয় তৈরি হয়েছে বলেও মনে করছেন পাহাড়বাসীরা।
