আজকাল ওয়েবডেস্ক: গ্যাসের মতোই সাধারণ মানুষের প্রতিদিন সকালে নজর থাকে পেট্রোল-ডিজেলের দামের দিকে। জ্বালানি দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয়। আর ঠিক সেই কারণেই, নিত্য নজর দামের দিকে। কখনও পরপর কয়েকদিন টানা অপরিবর্তিত থাকে জ্বালানির দাম, কখনও এক ধাক্কায় বাড়ে বা কমে যায়। 

 

সোমবার, সপ্তাহের শুরুর দিনে বাংলায় ১৩ পয়সা কম পেট্রোলের দাম। ১ সেপ্টেম্বর ১৩ পয়সা বেড়ে রাজ্যে পেট্রোল প্রতি লিটার ১০৫টাকা ৮৭ পয়সা হয়। ২ সেপ্টেম্বর, ১৩ পয়সা দাম কমে পুনরায় রাজ্যের পেট্রোল প্রতি লিটার হয় ১০৫টাকা ৭৪ পয়সা। ২ সেপ্টেম্বর বাঁকুড়ায় প্রতি লিটার পেট্রোলের দাম ১০৫টাকা ৫৯ পয়সা। বীরভূমে ১ লিটার পেট্রোলের দাম সোমবার ১০৫ টাকা ৩৫ পয়সা। কোচবিহারে এদিন পেট্রোলের দাম কিছুটা বেশি। ১০৬টাকা ২১ পয়সা প্রতি লিটার পেট্রোল। মুর্শিদাবাদ, নদীয়াতেও এদিন পেট্রোলের দাম পেরিয়েছে ১০৬টাকা। কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৪ টাকা ৯৫পয়সা

 

কলকাতায় ২ সেপ্টেম্বর ডিজেলের প্রতি লিটারের দাম ৯১ টাকা ৭৬ পয়সা। মুম্বইয়ে ৮৯টাকা ৯৭ পয়সা। দিল্লিতে ডিজেলের লিটার প্রতি দাম ৮৭টাকা ৬২ পয়সা।