আজকাল ওয়েবডেস্ক: যান্ত্রিক সমস্যায় লাইনের ওপর আটকে গেল ট্রেন। ফলাফল হিসেবে বুধবার সকাল থেকে ব্যাপক গোলমাল হাওড়া মেন লাইন শাখায়। আপ এবং ডাউন, দুটি দিকেই ট্রেন চলাচলে এর বড়সড় প্রভাব পড়ে। দুপুর পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি বলে জানা গিয়েছে।
এবিষয়ে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, এদিন সকাল ১০টা ২৪ মিনিট নাগাদ যখন হাওড়া স্টেশন থেকে একটি খালি লোকাল ট্রেন কারশেড–এর দিকে যাচ্ছিল সেই সময় যান্ত্রিক সমস্যার ফলে ট্রেনটি লাইনেই আটকে পড়ে। ঘটনায় পরিস্থিতি এমন তৈরি হয় স্টেশনের এক থেকে চার নম্বর প্ল্যাটফর্ম অবরুদ্ধ হয়ে পড়ে। এই চারটি প্ল্যাটফর্মে ট্রেন ঢোকা বা বেরনো সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। যার জন্য অন্যান্য প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়তে বা ঢুকতেও লাগতে থাকে অনেক সময়।
কাজের দিনের এই ব্যস্ত সময়ে হাওড়া স্টেশনের চারটি প্ল্যাটফর্ম আটকে থাকার জন্য বিরাট প্রভাব পড়ে হাওড়া মেন লাইন শাখায়। বিভিন্ন স্টেশনে বা স্টেশনের আগে বা পড়ে সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে যায় হাওড়ামুখী লোকাল বা দূরপাল্লার ট্রেনগুলি। যেই ট্রেনগুলি হাওড়া স্টেশনের কাছাকাছি দাঁড়িয়েছিল সেই ট্রেনগুলি থেকে বহু যাত্রীকে দেখা যায় ট্রেন থেকে নেমে স্টেশনের দিকে লাইন ধরে হাঁটতে। যে যাত্রীরা ওই সময়ে দূরপাল্লার ট্রেন ধরতে যাচ্ছিলেন তাঁরাও মুখোমুখি হন ঘোর অনিশ্চিয়তার। রেলের তরফে সকাল ১১টা ৩৯ মিনিট নাগাদ খালি রেকটি সরিয়ে তারপর থেকে পরিস্থিতি স্বাভাবিক করার কথা বলা হলেও দুপুর দেড়টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি বলে যাত্রীরা অভিযোগ করেছেন।
