আজকাল ওয়েবডেস্ক:‌ চুঁচুড়া শিল্পগোষ্ঠীর উদ্যোগে আয়োজিত চিত্র ভাস্কর্য প্রদর্শনী সাফল্যের সঙ্গে শুভ সূচনা হয়ে গেল চন্দননগরের ঐতিহ্যবাহী অবনীন্দ্র শিল্প প্রদর্শনশালা কক্ষে। শিল্প ও সংস্কৃতিপ্রেমী মানুষের উপস্থিতিতে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানটি হয়ে ওঠে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ ও স্মরণীয়।


 এই প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন বিশিষ্ট ভাস্কর্য শিল্পী প্রদীপ সুর। উদ্বোধনী ভাষণে তিনি বলেন, ভাস্কর্য শিল্প শুধুমাত্র সৌন্দর্য প্রকাশের মাধ্যম নয়, বরং সমাজ, সংস্কৃতি ও মানুষের অন্তর্গত ভাবনার প্রতিফলন। এই ধরনের প্রদর্শনী নবীন ও প্রবীণ শিল্পীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ তৈরি করে।


 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দননগর কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী। তিনি তাঁর বক্তব্যে শিল্পচর্চার গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, শিল্প ও সংস্কৃতির বিকাশ ছাড়া একটি সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। এই ধরনের উদ্যোগ স্থানীয় শিল্পীদের উৎসাহিত করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও শিল্পের প্রতি আগ্রহ বাড়ায়।


এছাড়াও উপস্থিত ছিলেন চুঁচুড়া শিল্পগোষ্ঠীর কর্ণধার শিল্পী ঘোষ। তিনি এই প্রদর্শনীর পরিকল্পনা ও আয়োজন সম্পর্কে আলোকপাত করেন এবং সহযোগিতার জন্য সকল শিল্পী, অতিথি ও দর্শকদের ধন্যবাদ জানান। তাঁর কথায়, এই প্রদর্শনী শিল্পীদের সৃজনশীল চিন্তা ও মননের বহিঃপ্রকাশের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র।


 অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ভাস্কর্য শিল্পী ও শিল্পানুরাগীরা। প্রদর্শনীতে বিভিন্ন বিষয় ও ভাবনাকে কেন্দ্র করে নির্মিত ভাস্কর্যগুলি দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে। প্রতিটি শিল্পকর্মেই ফুটে উঠেছে শিল্পীদের দক্ষতা, কল্পনা ও শ্রমের নিখুঁত ছাপ।  


এই চিত্র ভাস্কর্য প্রদর্শনী চলবে ২১ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ২টো থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। শিল্পপ্রেমী ও সাধারণ দর্শকদের জন্য এটি নিঃসন্দেহে এক অনন্য সুযোগ, যেখানে সমসাময়িক ভাস্কর্য শিল্পের নানা দিক উপভোগ করা যাবে।