আজকাল ওয়েবডেস্ক: সুন্দরবনের জঙ্গলে ফের হরিণ হত্যার অভিযোগ উঠল। এই ঘটনায় বনদপ্তরের হাতে গ্রেফতার হয়েছেন এক চোরাশিকারি। ধৃতের বিরুদ্ধে বন্যপ্রাণ সংরক্ষণ আইনের একাধিক ধারায় মামলা রুজু করেছে বনদপ্তর। 

বনদপ্তর জানিয়েছে, বুধবার তারা হরিণ হত্যার খবর পান। এর পরেই অভিযানে বার হব বনকর্মীরা। গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার রামগঙ্গা ঘাট থেকে এক চোরাশিকারিকে হাতেনাতে গেপ্তার করে বনদপ্তরের রামগঙ্গা রেঞ্জের বনকর্মীরা। ধৃতের নাম তপন দাস। তিনি। তিনি বরদাপুর এলাকার বাসিন্দা। বনদপ্তর সূত্রে খবর, ধৃতের কাছ থেকে ২৫ কেজির বেশি মাংস এবং হরিণের চামড়া উদ্ধার হয়েছে। ধৃতের বিরুদ্ধে বন্যপ্রাণ সংরক্ষণ আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয়েছে। তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করে বাকি চোরাশিকারিদের সন্ধান পেতে চাইছে বনদপ্তর। 

প্রসঙ্গত, গত ১৮ নভেম্বর হরিণের মাংস-সহ দু'জনকে গ্রেফতার করা হয়েছিল। ধৃতদের হেফাজতে নিয়ে জেরা করে সুন্দরবনের জঙ্গলে চোরাশিকারিদের হদিশ পায় বনকর্মীরা। তারপর থেকেই পাথরপ্রতিমার জঙ্গল লাগোয়া এলাকায় কড়া নজরদারি চালানোর মধ্যেই এ বার এক চোরাশিকারি হরিণের মাংস এবং চামড়া-সহ ধরা পড়ল।