আজকাল ওয়েবডেস্ক: একগুচ্ছ দাবি, আর সেই দাবিগুলিকে সামনে রেখেই রবিবার সকালে বিক্ষোভ, রেল অবরোধ। তাঁদের অভিযোগ, ওই স্টেশন থেকে বিভিন্ন দূরপাল্লার ট্রেনের স্টপেজ তুলে নেওয়া হয়েছে, একটি লোকাল ট্রেন চলত ওই স্টেশন থেকে, চলে না সেটিও আর। 

দূরপাল্লার স্টপেজ, লোকাল ট্রেন পুনরায় চালু-সহ নলহাটি রেল স্টেশনে সার্বিক উন্নয়নের দাবিতে রেল অবরোধ করে বিক্ষোভ এলাকার নাগরিক মঞ্চের সদস্যরা। রবিবার সকাল ৮টা থেকে নলহাটি রেল স্টেশনের কাছে রেল গেটে রেল অবরোধ শুরু করেন তাঁরা।

 অবরোধকারীদের দাবি, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কুলিক এক্সপ্রেস ও উওরবঙ্গ এক্সপ্রেস ট্রেনের স্টপেজ নলহাটি স্টেশনে দিতে হবে। একসময় নলহাটি থেকে একটি লোকাল ট্রেন চালানো হতো, সেই ট্রেনটি এখন আর চালানো হয় না। সেই লোকাল ট্রেনটি পুনরায় চালু করতে হবে। পাশাপাশি নলহাটি রেল স্টেশনের সার্বিক উন্নয়ন করতে হবে।

 অবরোধকারীদের দাবী, এই বিষয় গুলি জানিয়ে রেল দপ্তরের কাছে বারবার আবেদন করা হয়েছে। একাধিকবার রেল আধিকারিকদের সঙ্গে বৈঠক করা হয়েছে। রেল দপ্তর আশ্বাস দিলেও দীর্ঘ একবছরে সেই দাবি পূরণ হয়নি। সেই কারণে রবিবার রেল অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন নলহাটি নাগরিক মঞ্চের সদস্যরা। জানিয়েছেন,  যতক্ষণ না তাঁদের দাবি  মানা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত রেল অবরোধ চালিয়ে যাবেন তাঁরা। এদিকে রেল অবরোধ তুলতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল রেলপুলিশ বাহিনী, হাজির হন রেলের আধিকারিকেরা।