আজকাল ওয়েবডেস্ক: শিশু দিবসে অভিনব উদ্যোগ শিশু চিকিৎসকের। নিজের বেসরকারি হাসপাতালের আশেপাশের এলাকার শিশুদের জন্য করলেন বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা। যার জন্য তাদের হাতে তুলে দেওয়া হল হেলথ কার্ড। যে কার্ড দেখালে তারা বিনামূল্যে এই নার্সিংহোম থেকে চিকিৎসা পাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। 

 

কেন এই উদ্যোগ? উত্তরে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের এই বেসরকারি হাসপাতাল শুশ্রূষা শিশুসেবা নিকেতন-এর কর্ণধার এবং বিশিষ্ট শিশু চিকিৎসক ডাঃ প্রবীর ভৌমিক বলেন, '১৪ নভেম্বর জহরলাল নেহরুর জন্মদিনটিকে শিশু দিবস হিসেবে পালন করা হয়। এটা বলার অপেক্ষায় থাকে না আজকের শিশুই ভবিষ্যতের সুনাগরিক। এই নাগরিকদের বড় হতে লাগবে একটা সুন্দর স্বাস্থ্য। কিন্তু দেখা যাচ্ছে আজকের দিনে টাকা যার স্বাস্থ্য তার। কিন্তু আমার এই শিশু হাসপাতালের লক্ষ্য স্বল্প ব্যয়ে কীভাবে সাধারণ ঘরের শিশুদের সুচিকিৎসা দেওয়া যায়। সে কথা মাথায় রেখে আমরা প্রতি বছর আশেপাশের গ্রামগুলিকে দত্তক নেওয়া শুরু করেছি। এবছর তিনটি গ্রাম নিয়ে আমরা এই মুহূর্তে ১১টি গ্রাম দত্তক নিয়েছি। দত্তক নেওয়ার অর্থ এই গ্রামগুলির দু:স্থ শিশুদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা।' 

 

এই শিশুদের বেছে নিতে তাঁকে সাহায্য করেন স্থানীয় পঞ্চায়েত সদস্যরা। তাঁরা এলাকায় খোঁজ করে এই শিশুদের তালিকা তৈরি করে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেন। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের হাতে তুলে দেন হেলথ কার্ড। ডাঃ প্রবীর ভৌমিক ভৌমিক জানিয়েছেন, বহির্বিভাগে যখন হেলথ কার্ড নিয়ে শিশুরা চিকিৎসা করাতে আসে তখন তাদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করা হয়। ভবিষ্যতে যদি এই শিশুদের এই হাসপাতালে ভর্তি করে চিকিৎসার প্রয়োজন হয় তখন হাসপাতালের শয্যাটা তাদের বিনামূল্যে দেওয়া হয়। শুধু ওষুধ বাইরে থেকে কিনে দিতে হয়।  এদিন কেক কেটে হাসপাতালে শিশু দিবস পালন করা হয়েছে।