আজকাল ওয়েবডেস্ক: তিনতলা বাড়ির ছাদে সটান উঠে গেছে মাহিন্দ্রার লালরঙা 'থর' গাড়ি । শুনলে অবাক লাগলেও 'বাস্তবে' সামশেরগঞ্জে চশকাপুরের এক ব্যক্তির বাড়িতে এমনই দৃশ্য দেখে অবাক গ্রামবাসীরা। সামশেরগঞ্জের বাসিন্দা হাজি রবিউল শেখের বাড়ির তিনতলায় ছাদের উপর গাড়িটি দেখে পথ চলতি মানুষ দাঁড়িয়ে পড়ছেন তার বাড়ির সামনে। কীভাবে অত বড় একটি গাড়ি বাড়ির ছাদে উঠল সেই নিয়ে জল্পনাও চলছে তাদের মধ্যে।
 
 এমত পরিস্থিতিতে সকলের কৌতূহলের অবসান ঘটিয়ে বাড়ির মালিক নিজেই খোলসা করেছেন গোটা বিষয়টি। বাড়ির মালিক  হাজি রবিউল শেখ জানান, "আমার  বাড়ির ছাদে যে লাল রঙের থর গাড়িটি দেখা যাচ্ছে সেটি আসল গাড়ি নয়। সেটি ইট, বালি, সিমেন্টের তৈরি একটি জলের ট্যাঙ্ক।" হুবহু মাহিন্দ্রা কোম্পানির 'থর'  গাড়ির অনুকরণে তৈরি জলের ট্যাঙ্কটি দূর থেকে দেখলে বোঝবার উপায় নেই সেটি আসল গাড়ি কি নকল। তাই আশেপাশের বাসিন্দা এবং পথ চলতি মানুষের এটি আসল গাড়ি ভেবে ভুল করা স্বাভাবিক বলে মেনে নিয়েছেন পেশায় ব্যবসায়ী রবিউল শেখ ।
 
 
 তিনি আরও বলেন, "প্রায় পৌনে ২ লক্ষ টাকা খরচ করে তিনতলা বাড়ির ছাদের উপরে মহিন্দ্রার 'থর' গাড়ির আদলে তৈরি করা হয়েছে অভিনব এই জলের ট্যাঙ্ক। ইট, বালি, পাথর ও সিমেন্ট দিয়ে এক মাসের প্রচেষ্টায় তৈরি হয়েছে এই গাড়ি-জলের ট্যাঙ্ক। এটি তৈরি করেছেন সামশেরগঞ্জের কাকুরিয়া গ্রামের অসীম শেখ নামের এক রাজমিস্ত্রি।"
তিনি আরও বলেন, "আমার অনেক দিনের শখ ছিল এই গাড়িটি। কিন্তু আসল গাড়িটি এখনও কিনতে পারিনি। তাই নতুন ওই গাড়ির মডেল যখনই বাজারে এসেছিল তখন থেকেই সেই গাড়িটির আদলে ট্যাঙ্ক বানানোর পরিকল্পনা ছিল আমার। অবশেষে আমার শখ পূরণ হল। সবাই এসে আমার এই গাড়ি দেখছে দেখেও আমার খুব ভাল লাগছে।"
