আজকাল ওয়েবডেস্ক: আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল গোটা রাজ্য। এই পরিস্থিতিতে এবার শিলিগুড়িতে নার্সের রহস্যমৃত্যুতে ছড়াল চাঞ্চল্য। এক বহুতলের শৌচালয় থেকে উদ্ধার হয় তরুণীর দেহ।
জানা গেছে বছর ২৫ এর মৃত নার্স দার্জিলিংয়ের বাসিন্দা। শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে তিনি নার্সের পদে কর্মরত ছিলেন। শিলিগুড়ির ২৫ নম্বর ওয়ার্ডের মিলনপল্লিতে আরও কয়েকজন নার্সের সঙ্গে একটি বহুতলে থাকতেন তিনি। স্থানীয়রা জানান, শুক্রবার রাতে ওই বহুতলের সামনে একটি অ্যাম্বুল্যান্স এসে দাঁড়িয়েছিল। এরপর তাঁরা জানতে পারেন ওই বহুতলে থাকা এক নার্সের রহস্যমৃত্যু হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, অ্যাম্বুল্যান্সে করে দেহ পাচার করে দেওয়া হচ্ছিল। ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশকে দেখেই ইটবৃষ্টি শুরু হয়। ইটের আঘাতে কয়েকজন পুলিশ আহত হন বলে খবর। নার্সের রহস্যমৃত্যু এবং পুলিশের উপর হামলার ঘটনায় পৃথক মামলা রুজু হয়েছে। আত্মহত্যা নাকি খুন করা হয়েছে নার্সকে, তা খতিয়ে দেখা হচ্ছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তবে স্থানীয়দের আরও দাবি, ওই বহুতলে নানা অসামাজিক কাজকর্ম চলত।
