আজকাল ওয়েবডেস্ক: ধর্মীয় মেরুকরণকে দূরে সরিয়ে রেখে এবার হিন্দু-মুসলিম সম্প্রীতির অনন্য নজির গড়ল মুর্শিদাবাদের ফরাক্কা ব্লক। এই এলাকার নিশিন্দ্রা গাম্ভার পাড়ায় জগন্নাথ দেবের রথ তৈরি করলেন তিন মুসলিম যুবক। যা ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন হয়ে রইল। এর আগে নিশিন্দ্রা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তনুশ্রী মিত্র জানান, গত ২১ জুন ছাত্রছাত্রীদের জন্য একটি ছোট রথ তৈরির উদ্দেশ্যে তিনি ফারাক্কার মেলা গেটের সামনে একটি গ্রিলের দোকানে রথ তৈরির অনুরোধ জানান।

দোকানের মালিক মুরসালিম শেখ সাদরে সেই বায়না গ্রহণ করেন। মুরসালিম শেখের নেতৃত্বে অসীম খান ও আমিরুল শেখ মিলে মাত্র তিন দিনের মধ্যে তৈরি করে ফেলেন ৬ ফুট উচ্চতা ও আড়াই ফুট দৈর্ঘ্য-প্রস্থের একটি লোহার রথ। জানা গিয়েছে, রথটি তৈরি করতে ব্যবহৃত হয় প্রায় ৫৫ কেজি লোহা এবং খরচ পড়ে প্রায় পাঁচ হাজার টাকা। মুরসালিম শেখ বলেন, ‘হিন্দু-মুসলিম আমরা ভাই ভাই। আমাদের মধ্যে কোনও বিভেদ নেই। কিছু মানুষ রাজনৈতিক স্বার্থে এই ঐক্যে ফাটল ধরাতে চায়। তাই সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্যই আমরা এই রথ নির্মাণ করেছি’।

তিনি আরও বলেন, ‘এই রথ দেখে যদি কারও ভালো লাগে, ভবিষ্যতেও আমরা রথ বানাতে প্রস্তুত’। রথের আর এক নির্মাতা আমিরুল শেখ বলেন, ‘রথ তৈরি করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এটা শুধু একটা কাজ নয়, এটা আমাদের জন্য গর্বের বিষয়। ভবিষ্যতে যদি আমাদের এমন আরও কাজের সুযোগ দেওয়া হয়, আমরা আনন্দের সঙ্গেই করব’। রথযাত্রার উদ্যোক্তারা বলেন, ‘এই জগতের 'নাথ'—অর্থাৎ জগন্নাথ—প্রভু বলরাম ও দেবী সুভদ্রাকে নিয়ে রথে বসে যখন বের হন, তখন তাঁর রথের চাকায় সমস্ত ভেদাভেদ গুঁড়িয়ে যায়’।